Begin typing your search above and press return to search.

৬৫ বছর বয়সী পিতাকে পিটিয়ে মারার অভিযোগ পুত্ৰের বিরুদ্ধে

৬৫ বছর বয়সী পিতাকে পিটিয়ে মারার অভিযোগ পুত্ৰের বিরুদ্ধে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  4 Oct 2019 11:54 AM GMT

তামুলপুরঃ বাকসা জেলায় পুত্ৰের হাতে ৬৫ বছর বয়সী বৃদ্ধ পিতার মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাকসা জেলার তামুলপুর থানার অন্তর্গত লতিবাড়ির কাছেপিঠের মাঝগরি গ্ৰামে। গত বুধবার সন্ধ্যায় বৃদ্ধের বড় ছেলে তার বাবাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

মৃত ব্যক্তিটিকে জেলার মাঝগরি গ্ৰামের বাসিন্দা ভবেশ কলিতা বলে শনাক্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পারিবারিক কিছু বিষয় নিয়ে জ্যেষ্ঠপুত্ৰ যতীন কলিতার(৪৫)সঙ্গে বাবা ভবেশ কলিতার তর্ক বাঁধে। একটা সময় তর্ক যুদ্ধ সীমা ছাড়িয়ে যায়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পুত্ৰ যতীন পিতাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। মারের চোটে ভবেশ কলিতা মাটিতে পড়ে যাওয়ার পর পুত্ৰ যতীন লাঠি দিয়ে প্ৰহার করেই যায়,বৃদ্ধ পিতা শেষ নিঃশ্বাস ছাড়া অবধি।

পরে অন্ধকারের সু্যোগ নিয়ে যতীন ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। ভবেশ কলিতার পত্নী ছাড়া ওই সময় বাড়িতে অন্য কেউ ছিল না।

হত্যার খবর পেয়ে তামুলপুর থানার ওসি ইন্সপেক্টর অসীম বরা-পুলিশ দল নিয়ে ঘটনা স্থলে যান। ওদিকে গান্ধীবাড়ি পুলিশ চৌকির দায়িত্ব প্ৰাপ্ত অফিসার দলবল নিয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন।

মৃতদেহটি বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য মুসলপুরে পাঠানো হয়েছে। ঘটনা সংক্ৰান্তে তামুলপুর থানায় যতীন কলিতার বিরুদ্ধে একটি এফআইআর দাখিল করা হয়েছে। রিপোর্ট পেশ করা পর্যন্ত যতীন কলিতা পলাতক অবস্থায় রয়েছে। পুলিশ তার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ২০১৪ সালের মধ্যে সব বাড়িতে নিরাপদ পানীয় জল পৌঁছে দিতে পিএইচইকে নির্দেশ সর্বার

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Durga Puja Preparation at Simoluguri in Sivasagar District

Next Story
সংবাদ শিরোনাম