Begin typing your search above and press return to search.

পিভি সিন্ধুর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন ৭০ বছর বয়সী বৃদ্ধের

পিভি সিন্ধুর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন ৭০ বছর বয়সী বৃদ্ধের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 Sep 2019 7:06 AM GMT

বলতে হয় বুকের পাটা আছে লোকটির। নিজের বয়সের দিকে একবারও ফিরে তাকাননি তিনি। তাই ভারতের স্টার শাটলার পিভি সিন্ধুকে বিয়ের সদিচ্ছা প্ৰকাশ করেছেন দক্ষিণী রাজ্যের এক ৭০ বছর বয়সী বৃদ্ধ। নাম মলয় স্বামী। জীবনের শেষ প্ৰান্তে এসে বৃদ্ধের এমন মনোভাব সোশিয়েল মিডিয়ায় চর্চার মুখরোচক বিষয় হয়ে পড়েছে। ৭০ বছরের এই বৃদ্ধ চাইছেন ২৪ বছরে সিন্ধুকে বিয়ে করে ঘর বাঁধার। খবরে প্ৰকাশ,দক্ষিণী রাজ্যের এক জেলাশাসক সাপ্তাহিক এক সভায় জনগণের বিভিন্ন কথাবার্তা ও ওজর আপত্তি শুনছিলেন। ওই সময় মলয় স্বামী নামের এই বৃদ্ধ সিন্ধুর একটি ছবি নিয়ে নিজের এই ইচ্ছার কথা ব্যক্ত করেন। একই সঙ্গে মলয় স্বামী বলেন,সিন্ধুর ক্যারিয়ার দেখে তিনি রীতিমতো অভিভূত। তাই সিন্ধুর সঙ্গে কেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না? সিন্ধুর সঙ্গে তাঁর ঘর বাঁধার এই স্বপ্ন কোনও দিন সাকার হবে কি-এমনটা মলয়ের নিন্দুকরাও বোধহয় কস্মিনকালেও ভাবেননি।

এদিকে মলয় স্বামী নিজের বয়সের কথা বলার সঙ্গে সঙ্গে এটাও জানান ২০০৪ সালে জন্ম নেওয়া তাঁর একটি পুত্ৰ সন্তানও রয়েছে। সাম্প্ৰতিক সময়ে ভারতের ব্যাডমিণ্টন জগতে সিন্ধুর মতো স্টার শাটলারকে জড়িয়ে প্ৰচার হওয়া ওই খবর সর্বত্ৰ চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য যে ব্যাডমিণ্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪২ বছরের ইতিহাসের এই প্ৰথম ভারতীয় শাটলার হিসেবে বিজয়ীর সম্মান অর্জনে সক্ষম হন পিভি সিন্ধু। রবিবার বিডব্লিউএফ মহিলাদের সিংগলস ফাইনালে সিন্ধু পুরনো প্ৰতিদ্বন্ধী জাপানের তারকা শাটলার নুজুমি অকুহারাকে হারিয়ে সোনা তুলে নেন।

বিশ্ব ব্যাডমিণ্টন চ্যাম্পিয়নশিপে এপর্যন্ত ভারত জিতেছে ১০টি পদক। এর পাচটি লাভ করেছেন সিন্ধু। একটা সোনা সহ দুটো ব্ৰোঞ্জ এবং দুটো রুপোর পদক। অন্যদিকে ২০১৬ সালে রিও অলিম্পিকে,২০১৭-তে বিশ্ব চ্যা’ম্পিয়নশিপ,২০১৮-তে কমনওয়েলস গেমস এবং ২০১৮-তেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন ভারতের এই তারকা শাটলার সিন্ধু।

অনেকবার সাফল্যের মুখ দেখতে অসমর্থ হলেও সিন্ধু তাঁর জাত চিনিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন যে একাগ্ৰতা,দৃঢ়তা ও লক্ষ্যে অবিচল থাকলে সমস্ত বাধা টপকে জয় ছিনিয়ে নেওয়া অসম্ভব নয়। ভারতীয় ব্যাডমিণ্টন এই ঐতিহাসিক দিনটিতে সিন্ধুকে ধন্যবাদ জানিয়েছে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,কেন্দ্ৰীয় ক্ৰীড়ামন্ত্ৰী কিরেন রিজিজু,উপরাষ্ট্ৰপতি ভেঙ্কাইয়া নাইডু,অসমের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা সিন্ধুকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ওই সাফল্যের স্বীকৃতি হিসেবে।।

প্ৰধানমন্ত্ৰী মোদি টুইটার যোগে সিন্ধুকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন,প্ৰতিভাশালী সিন্ধু ফের ভারতকে গৌরবান্বিত করলেন। যে একাগ্ৰতা ও দৃঢ়তার সঙ্গে সিন্ধু খেলেছেন সেটা প্ৰেরণাদায়ক। সিন্ধুর এই সাফল্য আগামি প্ৰজন্মকে উৎসাহ ও প্ৰেরণা জোগাবে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ চার চাকার তলায় পড়েও বরাত জোরে বাঁচলেন এক ব্যক্তি

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Cruel Father in Nagaon throws his partially visioned son and blind daughter-in-law out of house

Next Story