অসম সাহিত্য সভার ৭৫তম দ্বিবার্ষিক অধিবেশন শুরু শুয়ালকুচিতে

অসম সাহিত্য সভার ৭৫তম দ্বিবার্ষিক অধিবেশন শুরু শুয়ালকুচিতে

গুয়াহাটিঃ অসম সাহিত্য সভার পাঁচদিনব্যাপী ৭৫তম দ্বিবার্ষিক অধিবেশন শুক্ৰবার থেকে শুয়ালকুচিতে শুরু হয়েছে। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই শুরু হয় এই অধিবেশন। কর্মসূচি অনু্যায়ী,আগামি ৩ ফেব্ৰুয়ারি সাহিত্যসভার প্ৰকাশ্য অধিবেশনে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের মুখ্য অতিথি হিসেবে অঙশগ্ৰহণের কথা রয়েছে। ওইদিনই সাহিত্যসভার নতুন সভাপতি কুলধর শইকিয়া দায়িত্ব গ্ৰহণ করবেন। এদিনই ড. মামণি রয়সম গোস্বামী স্মৃতি রাষ্ট্ৰীয় সাহিত্য পুরস্কার দেওয়া হবে সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী মারাঠি লেখক বিশ্বাস পাটিলকে। এই অনুষ্ঠানে বিশিষ্ট হিন্দি কবি লীলাধর জাগরি বিশেষ আতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

২ ফেব্ৰুয়ারি সাহিত্য সভা সর্বাধিক ৭৫টি পতাকা উত্তোলন করবে। অসম সাহিত্য সভার পতাকা উত্তোলন করবেন সভার বিদায়ী সভাপতি ড. পরমানন্দ রাজবংশী।

এদিকে,বৃহস্পতিবারই সাহিত্য সভার মামণি রয়সম গোস্বামী স্মৃতি গ্ৰন্থ উৎসবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বস্ত্ৰনগরী শুয়ালকুচির ঐতিহ্য তুলে ধরা অধিবেশনের প্ৰধান তোরণটি উদ্বোধন করেন কামরূপের জেলাশাসক কমল কুমার বৈশ্য।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Three Women arrested with fake Indian Currency worth Rs 1.70 lakh in Goalpara

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com