Begin typing your search above and press return to search.

রাজ্যে আধারে নাম অন্তর্ভুক্তির প্ৰক্ৰিয়া ফের ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে

রাজ্যে আধারে নাম অন্তর্ভুক্তির প্ৰক্ৰিয়া ফের ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 Aug 2019 11:39 AM GMT

গুয়াহাটিঃ অসমে আধারে নাম অন্তর্ভুক্তির প্ৰক্ৰিয়া আগামি ১ সেপ্টেম্বর থেকে ফের শুরু হচ্ছে। আধারে নাম অন্তর্ভুক্তির রাজ্য রেজিস্ট্ৰার জিএডি(সাধারণ প্ৰশাসন বিভাগ)আগামি ১ সেপ্টেম্বর থেকে আধারে নাম অন্তর্ভুক্তির প্ৰক্ৰিয়া ফের শুরু করতে ইতিমধ্যেই সব জেলাশাসকদের বলে পাঠিয়েছে।

রাজ্যে আধার এনরোলমেন্ট প্ৰক্ৰিয়া চলতি বছরের ১৫ ফেব্ৰুয়ারি থেকে স্থগিত রাখা হয়েছিল রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)আবেদনকারীদের দাবি ও ওজর আপত্তি নিয়ে শুনানি পর্ব চলায়। সুপ্ৰিমকোর্টের অনুমোদন ক্ৰমে রাজ্যের গৃহ ও রাজনৈতিক বিভাগ এনআরসির দাবি ও ওজর আপত্তি নিয়ে শুনানির সময় যারা উপস্থিত হয়েছেন তাদের বায়োমেট্ৰিক ডাটা সংগ্ৰহ করেছে। সময়াভাবে গৃহ ও রাজনৈতিক বিভাগ রাজ্যে বর্তমানে থাকা আধার কেন্দ্ৰগুলিকে এনআরসির কাজে ব্যবহার করতে বাধ্য হয়ে পড়ে। এনআরসি-র দাবি ও ওজর আপত্তি নিয়ে শুনানি পর্বে যারা উপস্থিত ছিলেন তাদের ৯৯ শতাংশেরও বেশি বায়োমেট্ৰিক ডাটা সংগ্ৰহ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। গৃহ ও রাজনৈতিক বিভাগ প্ৰতিটি রাজস্ব সার্কলের মাত্ৰ একটি করে আধার এনরোলমেন্ট কেন্দ্ৰ নিজেদের হাতে রেখেছে এবং বাকি আধার কেন্দ্ৰগুলো জেনারেল অ্যাডমিনিস্ট্ৰেশন ডিপার্টমেণ্টকে(জিএডি)হস্তান্তর করেছে। এখন জিএডি আগামি ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে ফের আধার এনরোলমেণ্টের কাজ শুরু করতে যাচ্ছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসি-র ডাটা সুরক্ষায় আধারের মতো গোপনীয়তা বজায় রাখার নির্দেশ সুপ্ৰিমকোর্টের

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: World Photography Day celebrated in Tinsukia Press club

Next Story
সংবাদ শিরোনাম