Begin typing your search above and press return to search.

ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যুর দাবিতে সুপ্ৰিম কোর্টে যাচ্ছে আমসু

ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যুর দাবিতে সুপ্ৰিম কোর্টে যাচ্ছে আমসু

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 Feb 2020 12:12 PM GMT

গুয়াহাটিঃ চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জিতে(এনআরসি)যাদের নাম উঠছে তাদের রাষ্ট্ৰীয় সিটিজেনশিপ কার্ড ইস্যু করার প্ৰস্তাব রেখে সারা অসম সংখ্যালঘু ছাত্ৰ সংস্থা(আমসু)সুপ্ৰিম কোর্টে একটি পিটিশন দাখিল করবে। নির্দিষ্ট কিছু কারিগরি ইস্যুর জন্য সম্প্ৰতি এনআরসি-র ওয়েবসাইট থেকে চূড়ান্ত এনআরসি-র অনলাইন ডাটা অন্তর্ধান হওয়ার পরই আমসু এই প্ৰস্তাব রেখেছে।

আমসুর উপদেষ্টা আজিজুর রহমান মঙ্গলবার দ্য সেন্টিনেলকে বলেন,কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰক(এমএইচএ)চূড়ান্ত এনআরসির তথ্যাদি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং সমস্ত প্ৰটোকল মেনে চলা হচ্ছে বলে জানিয়েছে যদিও ভবিষ্যতে এজাতীয় গুরুত্বপূর্ণ নথির সুরক্ষা নিয়ে দুঃশ্চিন্তা থেকেই যায়। ‘এই ইস্যু নিয়ে আমরা সুপ্ৰিম কোর্টের হস্তক্ষেপ চাইবো। কারণ চূড়ান্ত এনআরসিতে ব্যাপক সংখ্যক মানুষের নাম উঠলেও এই অন্তর্ভুক্তি সম্পর্কে প্ৰমাণ হিসেবে তাদের হাতে কোনও নথিপত্ৰ নেই। তাই আমসু এনআরসিতে নাম অন্তর্ভুক্ত লোকেদের রাষ্ট্ৰীয় সিটিজেনশিপ কার্ড ইস্যু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্ৰিম কোর্টে একটি পিটিশন দাখিল করবে। যে সমস্ত ব্যক্তিদের নাম চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জিতে(এনআরসি)ঠাঁই পেয়েছে তাদেরই সিটিজেনশিপ কার্ড ইস্যু করতে হবে-বলেন রহমান।

২০১৯ সালের ৩১ আগস্ট রাজ্যে চূড়ান্ত এনআরসি প্ৰকাশিত হওয়ার পর যোগ্য ব্যক্তিদের বিস্তারিত তালিকা এনআরসির ওয়েবসাইট ‘www.nrcassam.nic.in’-এ আপলোড করা হয়েছিল। চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়েছে ১৯,০৬,৬৫৭ জনের নাম। মোট,৩,৩০,২৭,৬৬১ জন আবেদনকারীর মধ্যে মোট ৩,১১,২১,০০৪ জনের নাম প্ৰকাশ পেয়েছিল। রহমান বলেন এ সপ্তাহের মধ্যেই সুপ্ৰিম কোর্টে এই পিটিশন দাখিল করা যাবে বলে আশা করা হচ্ছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বিবাহ বিচ্ছেদে অভিভাবকদের দায়িত্ব ফুরিয়ে যায় নাঃ সুপ্ৰিম কোর্ট

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Biofloc fish farming introduced in Bongaigaon’s Bijni, Watch here

Next Story
সংবাদ শিরোনাম