জনতার পক্ষে অভিনেতা রবি শর্মা,ছাড়লেন বিজেপি

জনতার পক্ষে অভিনেতা রবি শর্মা,ছাড়লেন বিজেপি

জনতার পক্ষে রয়েছেন রবি শর্মা। এবার বিজেপি ছাড়লেন অসমিয়া ছবির এই অভিনেতা। নাগরিকত্ব সংশোধনী বিলের(ক্যাব)প্ৰতিবাদে রাজ্যের পরিস্থিতি এখন উত্তাল। বিতর্কিত বিলটির প্ৰতিবাদে বিভিন্ন দল,সংগঠনের পাশাপাশি সাহিত্যিক ও শিল্পী সমাজ পথে নেমে এসেছেন। লেখক,বুদ্ধিজীবী সহ প্ৰত্যেকেই জাতিধ্বংসী নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্ৰতিবাদে সরব হয়ে উঠেছেন।

অবশেষে জনতার আন্দোলনে সাড়া দিয়ে এগিয়ে এলেন অভিনেতা রবি শর্মা। বিতর্কিত বিলের বিরুদ্ধে রাজ্য জুড়ে চলা বিল বিরোধী প্ৰতিবাদকে সমর্থন জানিয়ে অভিনেতা রবি শর্মা ত্যাগ করলেন ভারতীয় জনতা পার্টি(বিজেপি)। রবি শর্মা আজ বিজেপির প্ৰাথমিক সদস্য পদ ত্যাগ করে জনতার আন্দোলনের প্ৰতি সমর্থন জানান। তিনি বলেন,‘জাতির জীবনের এই সংকট লগ্নে একজন শিল্পী হিসেবে আমি সংগ্ৰামী মানুষের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি’।

গত বেশকিছুদিন অসমের জাতীয় সত্তা,অস্তিত্ব,ভাষা,সংস্কৃতিতে প্ৰভাব ফেলতে চলা বিতর্কিত বিলটির প্ৰতি প্ৰতিবাদ অব্যাহত রয়েছে। প্ৰতিবাদের জোয়ারে উত্তাল হয়ে পড়েছে গোটা রাজ্য। ক্ষোভের আগুনে জলছে গোটা অসমের আকাশ বাতাস। রাজ্যে লাগাতার প্ৰতিবাদ চলার মধ্যেই স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ আজ লোকসভায় বিলটি উত্থাপন করেন। উল্লেখযোগ্য যে এই বিলের জন্য অনুষ্ঠিত ভোটের আলোচনায় ২৯৩টি ভোটের সমর্থন রয়েছে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Normal life paralyzed in Tinsukia after 48 hr bandh called by Moran Students’ Union

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com