২৯ বছর পর অসম থেকে তুলে নেওয়া হতে পারে সশস্ত্ৰ বাহিনীর বিশেষ ক্ষমতা আইন(এএফএসপিএ)

২৯ বছর পর অসম থেকে তুলে নেওয়া হতে পারে সশস্ত্ৰ বাহিনীর বিশেষ ক্ষমতা আইন(এএফএসপিএ)

গুয়াহাটিঃ সুদীর্ঘ ২৯ বছর পর অসম থেকে প্ৰত্যাহার করা হতে পারে সশস্ত্ৰ বাহিনীর বিশেষ ক্ষমতা আইন(এএফএসপিএ)। আগামি আগস্টে অসম থেকে এই আইন তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এব্যাপারে কেন্দ্ৰ ইতিমধ্যেই রাজ্যের উদ্দেশে বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

১৯৯০ সালের ২৭ নভেম্বর সশস্ত্ৰ সংগঠন আলফার হিংসাশ্ৰয়ী ঘটনার পরিপ্ৰেক্ষিতে অসমকে উপদ্ৰুত অঞ্চল ঘোষণা করে সশস্ত্ৰ বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বলবৎ করা হয়েছিল।

কয়েকটি জেলায় পরিস্থিতি উন্নত হওয়ায় এই আইন শিথিল করা হয় পরবর্তী সময়ে। সেনাবাহিনীর জায়গায় পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল।

দীর্ঘ ২৯ বছরের মাথায় রাজ্য থেকে এই আইন পুরোপুরি তুলে নেওয়ার পরিকল্পনা এঁটেছে কেন্দ্ৰ।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com