নির্বাচনে অগপ-বিজেপি জোট ইতিবাচক ফলই করবেঃ অতুল বরা

গুয়াহাটিঃ বিজেপি-র রাষ্ট্ৰীয় সভাপতি অমিত শাহ এনডিএ-র শরিক দলগুলোকে আজ নৈশভোজে আমন্ত্ৰণ জানানোর একদিন আগে অগপ আস্থা প্ৰকাশ করে বলেছে রাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপি-অগপ জোট ইতিবাচক ফলাফলই করবে।
অগপ সভাপতি অতুল বরা দ্য সেন্টিনেলকে বলেন,বিপিএফ এবং অন্যান্য স্থানীয় দল তিওয়া,রাভা,মিশিং ইত্যাদি সম্প্ৰদায়ের সমর্থন নিয়েই অগপ এনডিএতে সামিল হয়েছে,প্ৰতিটি দলের অভিন্ন শত্ৰু কংগ্ৰেসকে হারানোর লক্ষ্য নিয়ে। ‘আমরা এখন ২৩ মের অপেক্ষায় কারণ ওই দিন ভোটের ফলাফল ঘোষিত হবে। জনগণের রায় মাথা পেতে নেওয়ার জন্য আমরা প্ৰস্তুত’-বলেন বরা।
অগপ এবার লোকসভা নির্বাচনে মণি মাধব মহন্ত,কুমার দীপক দাস ও জাভেদ ইসলামকে যথাক্ৰমে কলিয়াবর,বরপেটা ও ধুবড়ি কেন্দ্ৰে প্ৰার্থী হিসেবে দাঁড় করিয়েছে। এনডিএ-র আরও এক শরিক বিপিএফ কোকরাঝাড় লোকসভা কেন্দ্ৰে প্ৰমীলা রানি ব্ৰহ্মকে তাদের প্ৰার্থী করেছে। অধিকাংশ বুথ ফেরৎ সমীক্ষায় কেন্দ্ৰে ফের এনডিএ সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে ।
বিজেপি সভাপতি অমিত শাহ ভোট পরবর্তী রণকৌশল ঠিক করা নিয়েই মঙ্গলবার দিল্লিতে শরিক দলগুলোর নেতাদের নৈশ ভোজ সভায় আমন্ত্ৰণ জানিয়েছেন।
বিভিন্ন মিডিয়া হাউস রবিবার বুথ ফেরৎ সমীক্ষার(এগজিট পোল) ফলাফল ঘোষণা করে। অধিকাংশ প্ৰচার মাধ্যম মোদির নেতৃত্বে এনডিএই ফের কেন্দ্ৰের ক্ষমতায় আসছে বলে ভবিষ্যদ্বাণী করেছে। কয়েকটি এজেন্সি বলেছে ৩০০-র বেশি আসনে এনডিএ ক্ষমতায় আসছে। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ২৭২টি আসনের প্ৰয়োজন। বুথ ফেরৎ সমীক্ষার রিপোর্টগুলিতে বলা হয়েছে কংগ্ৰেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্ৰোগ্ৰেসিভ অ্যালায়েন্স(ইউপিএ)৮২ থেকে ১৬৫টি আসন পাচ্ছে। ছটি এগজিট পোলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে অন্যান্য দলগুলি ইউপিএ-র চেয়েও বেশি আসন পেতে পারে।
মঙ্গলবার শাহর ডাকা নৈশ ভোজে বরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্ৰী কেশব মহন্তকে নিয়ে উপস্থিত থাকবেন।