গুয়াহাটিঃ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা অসম গণ পরিষদের(অগপ)প্ৰতিষ্ঠাতা প্ৰফুল্ল কুমার মহন্ত এবার নিজেরই দলের নেতৃত্বের বিরুদ্ধে গর্জে উঠলেন। মহন্ত অভিযোগ করেন,‘নাগরিকত্ব(সংশোধনী)বিলের(ক্যাব)বিরুদ্ধে সারা রাজ্যে যখন প্ৰতিবাদের ঝড় উঠেছে সে সময় দলীয় নেতৃত্ব মুখে কুলুপ এঁটে বসে আছেন। দলের শীর্ষ নেতৃত্ব শুধু নিজেদের স্বার্থই দেখছেন। ক্ষমতার লোভেই তাঁরা ক্যাব নিয়ে একটা অস্পষ্ট অবস্থান নিয়েছেন। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না’। তবে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মহন্ত এটা খোলসা করে জানিয়ে দেন,দলের শীর্ষ নেতৃত্ব ক্যাবের বিরোধিতা না করলেও অগপ অবশ্যই এর বিরোধিতা করে যাবে।
মহন্ত ক্যাবের বিরোধিতা করার পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেন,একমাত্ৰ ক্ষমতার লোভেই তাঁরা বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করছেন না। শুক্ৰবার এখানে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মহন্ত বলেন,‘অগপ গোড়া থেকেই ক্যাবের বিরোধিতা করে এসেছে। এই বিলটি অসম চুক্তি ও রাজ্যের ভূমিপুত্ৰ মানুষের স্বার্থের বিরোধী। তিনি বলেন,লোকসভায় বিজেপি-র সন্তোষজনক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই তারা অনায়াসে এই বিল পাস করিয়ে নিতে পারে। বিল পাস হলে অসমের খিলঞ্জিয়া মানুষের ভাষা,সাহিত্য,সংস্কৃতি,ঐতিহ্য বিপন্ন হয়ে পড়বে। দলীয় নেতৃত্ব ক্যাবের বিরোধিতা না করলেও অগপ এর বিরোধিতা করে যাবে-বলেন তিনি। ‘ক্যাবের বিরোধিতা করা দলের সিদ্ধান্তই ছিল। কিন্তু অগপ নেতৃত্ব কেন তা করছেন না সেটাই আশ্চর্যের’। উল্টে যে সমস্ত দলীয় কর্মী ক্যাবের বিরোধিতা করছেন দলীয় নেতৃত্ব তাদের সাসপেন্ড করছেন বলে মহন্ত উল্লেখ করেন। রাজ্য মন্ত্ৰিসভায় থাকা সব অগপ নেতাদের ক্যাবের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত-বলেন মহন্ত।
নবগঠিত অগপ-র ছাত্ৰ শাখা অসম ছাত্ৰ পরিষদ(এসিপি)সম্পর্কে জানতে চাওয়া হলে মহন্ত বলেন,‘দলের ছাত্ৰ শাখা যেখানে গঠিত হয়েছে আমাকে সেখানে আমন্ত্ৰণ জানানো হয়নি। তবে আমাকে যদি আমন্ত্ৰণ করাও হতো আমি ওই সভায় যেতাম না। এর কারণ হচ্ছে,‘সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)তো ইতিমধ্যেই রয়েইছে। তাছাড়া আসু অসমে জাতীয় পর্যায়ের একটা ছাত্ৰ সংগঠন। অগপর পূর্বের সিদ্ধান্ত ছিল শুধু একটা যুব শাখা অসম যুব পরিষদ(এওয়াইপি)গঠনের,কোনও ছাত্ৰ শাখা গঠন নয়’। মহন্ত উত্তর পূর্বাঞ্চলের সব সংগঠনকে একজোট হয়ে ক্যাবের বিরুদ্ধে লড়ার আহ্বান জানান।
এদিকে,বরিষ্ঠ অগপ নেতা তথা রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ দপ্তরের মন্ত্ৰী ফণীভূষণ চৌধুরী মহন্তের বিবৃতির তীব্ৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে বলেন,প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ মিথ্যে ও মনগড়া। অগপ নেতৃত্ব ক্যাবের বিরোধিতা করছেন না বলে মহন্ত যে অভিযোগ করেছেন তা মোটেই ঠিক নয়। যদি মহন্তের কথাগুলো সত্য হয় তাহলে তিনি দলের মধ্যে তা প্ৰতিষ্ঠা করে দেখান। আসলে হতাশাগ্ৰস্ত হয়েই মহন্ত এসব কথা বলছেন। চৌধুরী বলেন,বিল নিয়ে অগপ আগে যে অবস্থান নিয়েছিল এখনও তাই রয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নামডাং পাথরের সেতু সারাইয়ে দিশপুরের প্ৰস্তাব
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে বিশ্বনাথ চারালিতে আসুর মশাল মিছিল