এএইচএসইসি উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করছে ২৫ মে

এএইচএসইসি উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করছে ২৫ মে
Published on

গুয়াহাটিঃ অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিচালিত হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফল ঘোষণা করা হবে আগামি ২৫ মে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছে মোট ২,৪২,৮৪৩ ,জন ছাত্ৰছাত্ৰী। এরমধ্যে কলা বিভাগে ১,৮৬,১৮৭ জন,বিজ্ঞান শাখায় ৩৭,৪৫৫ এবং ১৮,২৯১ জন বাণিজ্য শাখায় পরীক্ষা দিয়েছে। তাছাড়া ভকেশনাল স্ট্ৰিমে অবতীর্ণ ছাত্ৰছাত্ৰীর সংখ্যা ৯১০ জন।

ওইদিন সকাল ৯টায় সংসদের ওয়বসাইটে ফল ঘোষণা করা হবে এবং প্ৰার্থীরা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও তাদের ফলাফল জানতে পারবেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com