রাষ্ট্ৰায়ত্ত শিল্পোদ্যোগ বেসরকারিকরণের বিরোধিতা এআইটিইউসি-র

রাষ্ট্ৰায়ত্ত শিল্পোদ্যোগ বেসরকারিকরণের বিরোধিতা এআইটিইউসি-র

গুয়াহাটিঃ সারা ভারত ট্ৰেড ইউনিয়ন কংগ্ৰেসের(এআইটিইউসি)অসম রাজ্য কমিটি রাষ্ট্ৰায়ত্ত খণ্ডের শিল্পোদ্যোগ রক্ষা দিবস পালনকালে মঙ্গলবার গুয়াহাটির লক্ষ্মীনাথ বেজবরুয়া চকে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ওএনজিসি,অয়েল,এনআরএল,বিপিসিএল,আইওসি,সিসিআই এবং বিসিপিএল ইত্যাদি রাষ্ট্ৰায়ত্ত শিল্প প্ৰতিষ্ঠানের শ্ৰমিক ও কর্মচারীরা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্ৰহণ করেন।

বিক্ষোভ সমাবেশের পর এআইটিইউসির পক্ষ থেকে একটি স্মারকপত্ৰ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির উদ্দেশে পাঠানো হয়েছে। বিপিসিএল,এনআরএল,এইচপিসিএল সহ নিপকো,রেল,প্ৰতিরক্ষা এবং বিমানবন্দর ইত্যাদি বেসরকারিকরণে বিরুদ্ধে দাবি জানানো হয়েছে স্মারকপত্ৰে। এআইটিইউসির রাজ্য কমিটি বন্ধ কাগজ কল ও পলিস্টার মিল পুনরুজ্জীবিত করারও দাবি জানিয়েছে। চা বাগান শ্ৰমিকদের ২০ শতাংশ বোনাস এবং চা শ্ৰমিকদের দৈনিক ৩৫১ টাকা করে পারিশ্ৰমিক দেওয়ারও দাবি করেছে কমিটি।

এআইটিইউসির অসম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রমেন বলেন,দেশের সব প্ৰান্তেই তাদের সংগঠন এদিন সংকল্প দিবস পালন করেছে। ‘সরকার আমাদের রাষ্ট্ৰায়ত্ত শিল্পোদ্যোগগুলি বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে এবং মন্ত্ৰিসভায়ও এব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ইতিমধ্যেই বিএসএনএলকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বলে উল্লেখ করে এআইটিইউসি।

রাষ্ট্ৰায়ত্ত খণ্ডের এই সমস্ত শিল্পোদ্যোগ আমাদের অর্থনীতির মেরুদণ্ড এবং আমাদের যেকোনও মূল্যে মোদি সরকারের এই সিদ্ধান্ত রুখতে হবে-বলেন এআইটিইউসির সাধারণ সম্পাদক।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 15 day old baby allegedly dies due to medical negligence in TMCH

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com