গুয়াহাটিঃ বলিউড অভিনেতা অক্ষয় কুমার বুধবার রাজ্যের বন্যাপীড়িতদের সাহায্যে তহবিল বরাদ্দের জন্য এগিয়ে এলেন। তার সদ্য টুইট অনু্যায়ী অক্ষয় কুমার মুখ্যমন্ত্ৰীর ত্ৰাণ তহবিল ও কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের জীবজন্তুদের উদ্ধারে এক কোটি টাকা করে মোট ২ কোটি টাকা দান করেছেন। অক্ষয় কুমার বলেন,অসমের হৃদয়বিদারক বন্যা পরিস্থিতি তাঁর মনকে নাড়িয়ে দিয়েছে। সংকটের এই মুহূর্তে ক্ষতিগ্ৰস্ত সব মানুষ এবং জীবজন্তু প্ৰত্যেকেরই সমর্থন প্ৰয়োজন। ‘আমি মুখ্যমন্ত্ৰী ত্ৰাণ তহবিল এবং কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের জীবজন্তুদের উদ্ধার ও ত্ৰাণে ১ কোটি টাকা করে দান করতে চাই’-টুইটারে উল্লেখ করেন অক্ষয়।নিজের সমস্ত ফ্যান ও দেশের নাগরিকদের অসমের বন্যা ত্ৰাণে দরাজ হাতে সাহা্য্য করার আবেদন জানান তিনি।
উল্লেখ্য,বলিউড স্টার অক্ষয় কুমার বিশ্বের সেরা পারিশ্ৰমিক প্ৰাপ্ত ১০০ জন সেলিব্ৰিটির ১ জন। ২০১৯ সালে ৪৪৪ কোটি টাকা রোজগার করে অক্ষয় কুমার ওই ১০০ জনের তালিকায় ৩৩ নম্বরে উঠে আসেন।
অসমের বন্যা পরিস্থিতি সম্পর্কে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে বন্যাপীড়িত মানুষের সাহায্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন বলিউড অভিনেত্ৰী প্ৰিয়ঙ্কা চোপড়া। প্ৰিয়ঙ্কা রাজ্য পর্যটন বিভাগের ব্ৰ্যান্ড অ্যাম্বাসেডর পদে বহাল রয়েছেন। ভয়াবহ প্ৰাকৃতিক দুর্যোগের কবল থেকে অসমের মানুষ যাতে শীঘ্ৰই মুক্ত হতে পারেন তার জন্য সবাইকে প্ৰার্থনা করারও আহ্বান জানিয়েছেন প্ৰিয়ঙ্কা।
বলিউড তারকা প্ৰিয়ঙ্কা আজ এক টুইটার যোগে অসমের সাম্প্ৰতিক পরিস্থিতি সম্পর্কে দুঃখ প্ৰকাশ করেন। বন্যায় রাজ্যে যারা প্ৰাণ হারিয়েছেন তাঁদের জন্যও শোক প্ৰকাশ করেছেন তিনি। বন্যা পীড়িত মানুষের জীবন যাতে সুরক্ষিত হয় তার জন্যও প্ৰার্থনা করেন প্ৰিয়ঙ্কা। অসমের বন্যা দুর্গত মানুষের সাহা্য্যে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসারও আহ্বান জানান অভিনেত্ৰী।
এদিকে,গত কয়েক দিন ধরে অসমে বন্যা সংহারী রূপ ধারণ করেছে। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ৩০টি জেলার গ্ৰামগঞ্জ বর্তমানে জলের তলায়। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনু্যায়ী ৪,১৫৭টি গ্ৰামের প্ৰায় ৪২ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছে। অসমের বন্যা পরিস্থিতি সম্পর্কে এতদিন প্ৰিয়ঙ্কা কোনও প্ৰতিক্ৰিয়া ব্যক্ত না করায় তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
অন্যদিকে,ভারতের স্প্ৰিণ্টার কুইন তথা ধিং এক্সপ্ৰেস নামে পরিচিত হিমা দাস রাজ্যের শোচনীয় বন্যা পরিস্থিতির জন্য প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করেছেন। বন্যার্তদের সাহায্যে জনগণের সহযোগিতাও চেয়েছেন হিমা। কর্পোরেট সহ সাধারণ নাগরিকদেরও এসময়ে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। হিমা তাঁর বেতনের অর্ধেকটাই বন্যা ত্ৰাণ বাবদ দান করেছেন। গুয়াহাটিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে বহাল রয়েছেন হিমা। তবে বর্তমানে তিনি চেক প্ৰজাতন্ত্ৰের ক্লেডনো মেমোরিয়াল অ্যাথলেটিক মিটে ব্যস্ত আছেন। এই প্ৰতিযোগিতায় গত শনিবার ২০০ মিটার ইভেণ্টে হিমা সোনা জেতেন। পোল্যান্ড এবং চেক প্ৰজাতন্ত্ৰে গত ১৫ দিনের প্ৰতিযোগিতায় হিমা তিন তিনটি সোনা জিতে অসম তথা দেশের জন্য সম্মান কুড়িয়ে আনেন।
এক টুইটে হিমা লিখেছেন ‘অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রাজ্যের বন্যা দুর্গত মানুষের সাহায্যে কর্পোরেট এবং সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমি’।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ওড়িশার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্ৰস্তদের সাহায্যে এক কোটি টাকা দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার