Begin typing your search above and press return to search.

পাকিস্তান আর কারগিলের মতো পরিস্থিতি সৃষ্টির সাহস দেখাবে নাঃ বিপিন রাওয়াত

পাকিস্তান আর কারগিলের মতো পরিস্থিতি সৃষ্টির সাহস দেখাবে নাঃ বিপিন রাওয়াত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 July 2019 1:40 PM GMT

নয়াদিল্লিঃ কারগিল এবং অপারেশন বিজয় উপলক্ষে নতুন দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর তরফে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন সেনা প্ৰধান জেনারেল বিপিন রাওয়াত। অপারেশন বিজয়-এর কুড়ি বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তান ফের অনুপ্ৰবেশ ঘটিয়ে কারগিলের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে কিনা এ সম্পর্কে সাংবাদিকদের প্ৰশ্নের জবাবে রাওয়াত বলেন,পাকিস্তান আর কারগিলের মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে বলে তিনি মনে করেন না। কারণ কারগিল যুদ্ধের পরিণতি কি হয়েছিল,পাকিস্তান ইতিমধ্যেই তা হাড়ে হাড়ে উপলব্ধি করেছে।

১৯৯৯ সালে পাকিস্তান কারগিলে যে অনুপ্ৰবেশ ঘটিয়েছিল তা আজও উভয় দেশের স্মৃতিতে জেগে আছে এবং অনুপ্ৰবেশের পরিণাম কি হয়েছিল পাকিস্তান এবং সারা বিশ্ব তা দেখেছে। সেনা প্ৰধান আরও বলেন,পডশি দেশটি আবার এধরনের পরিস্থিতি সৃষ্টির সু্যোগ নেবে এমনটা তিনি মনে করেন না। কারণ সীমান্ত এলাকায় ভারতীয় সুরক্ষা বাহিনীর কড়া পাহারা বহাল রয়েছে।

জেনারেল রাওয়াত বলেন,‘সীমান্তে এমন কোনও এলাকা নেই যেখানে সুরক্ষা বাহিনীর পাহারা ছাড়া অসুরক্ষিত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের নজরদারি দল সীমান্তে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং ওই সব এলাকায় ঘন ঘন টহলদারি চলছে’।

ইভেন্টে উপস্থিত থাকার সময় সীমান্তে আরও একটা কারগিল লড়াই বাঁধার সম্ভাবনা রয়েছে কিনা সাংবাদিকরা প্ৰশ্ন করলে রাওয়াত বলেন,কারগিল যুদ্ধের সময় পাকিস্তান যা করেছিল,ফের সেই পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আমরা মনে করি না। এর কারণ ওরা এর পরিণাম দেখেছে। ‘আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে আগামি দিন ও বছরগুলোতে পাকিস্তান অনুপ্ৰবেশের মতো আরও কোনও ঝুঁকি নেবে এমনটা আমরা মনে করি না’। দিল্লি ক্যাণ্টনমেন্টের মানেকশো সেণ্টারে অপারেশন বিজয় স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই ইভেণ্টে কারগিল শহিদদের প্ৰতি বিশেষ শ্ৰদ্ধা জানাতে একটি ভিডিও সঙ রিলিজ করা হয়,সেটি লিখেছেন বলিউডের গীতিকার সমীর। কারগিল যুদ্ধের বীর সেনানিদের প্ৰতি শ্ৰদ্ধা জানিয়ে সংগীতটি উৎসর্গ করা হয়েছে। বলিউডের বিখ্যাত তারকা অমিতাভ বচ্চন,সলমন খান,ভিকি কৌশল এবং অন্যান্য চিত্ৰ তারকারা এতে অংশ নিয়েছেন।

প্ৰচার মাধ্যমের কাছে বক্তব্য রেখে সেনা প্ৰধান রাওয়াত এই ইভেণ্টের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন,আজ আমরা এখানে সমবেত হয়েছি কারগিল এবং অপারেশন বিজয়ের কুড়ি বছর উদযাপনের জন্য। নর্দান কমান্ড এবং সেইসঙ্গে সেনাবাহিনীর ১৬ কোর এই অনুষ্ঠানের আয়োজন করেছে যা চলবে আগামি কয়েক দিন। ভারত ও পাকিস্তানের এই সংঘর্ষকে অপারেশন বিজয় আখ্যা দেওয়া হয়েছে। ওই সময় ভারতীয় সেনারা পাক অনুপ্ৰবেশকারীদের সে দেশে ফেরত পাঠিয়ে জয় হাসিল করেছিল।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ভারতের সঙ্গে আলোচনা করতে হলে পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্ৰ হতে হবেঃ রাওয়াত

Next Story
সংবাদ শিরোনাম