প্ৰধানমন্ত্ৰীর পুনর্গঠিত ক্যাবিনেট কমিটির ৮টিতে অন্তর্ভুক্ত অমিত.দুটিতে রাজনাথ

প্ৰধানমন্ত্ৰীর পুনর্গঠিত ক্যাবিনেট কমিটির ৮টিতে অন্তর্ভুক্ত অমিত.দুটিতে রাজনাথ

নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ক্যাবিনেট কমিটি পুনর্গঠন করেছেন। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহকে এই কমিটিগুলিতে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। প্ৰধানমন্ত্ৰীর গঠিত আটটি কমিটিতে ঠাঁই পেয়েছেন শাহ। বিজেপির প্ৰবীণ নেতা তথা প্ৰতিরক্ষামন্ত্ৰী রাজনাথ সিংকে দুটো কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

মোদি সরকারের প্ৰথম দফা কার্যকালে তদানীন্তন প্ৰতিরক্ষা মন্ত্ৰী মোট ছটি কমিটির মধ্যে তিনটির সদস্য ছিলেন। এই তিনটি ছিল ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স(সিসিইএ),ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি(সিসিএস)। তবে বর্তমান এনডিএ সরকারে প্ৰতিরক্ষা মন্ত্ৰী সিসিইএ এবং সিসিএস-এর সদস্য থাকছেন। রাজনাথকে ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্সে অন্তর্ভুক্ত করা হয়নি। পলিটিকল এফেয়ার্স কমিটি শুধু রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। অ্যাপয়েণ্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট-এর কাজ হলো সিভিসি এবং সিবিআই ডিরেক্টর-এর মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা। এই কমিটির দায় দায়িত্ব পুরোপুরিভাবে মোদি ও শাহর হাতে রাখা হয়েছে। আটটি কমিটির মধ্যে দুটো পুরোপুরি নতুন এবং এই দুই নতুন কমিটির কাজ হবে বিনিয়োগ ও নিয়োগের বিষয়টি দেখাশোনা করা।

ক্যাবিনেট কমিটির নতুন তালিকা অনু্যায়ী ছটি কমিটির নেতৃত্বে থাকছেন স্বয়ং প্ৰধানমন্ত্ৰী। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহ দুটো কমিটির নেতৃত্বে তো থাকছেনই এবং বাকিগুলির সদস্য তিনি। শাহ যে দুটো কমিটির নেতৃত্বে থাকছেন সেগুলি হলো ক্যাবিনেট কমিটি অন অ্যাকমোডেশন এবং সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি।

নিয়োগ কমিটি,সিসিইএ,ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স(সিসিএস),ক্যাবিনেট কমিটি অন ইনভেস্টমেণ্ট এবং গ্ৰোথ অ্যান্ড দ্য ক্যাবিনেট কমিটি অন এমপ্লয়মেণ্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেণ্টের নেতৃত্বে থাকছেন প্ৰধানমন্ত্ৰী। কেন্দ্ৰীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক দপ্তরের মন্ত্ৰী নির্মলা সীতারামন সাতটি কমিটিতে থাকছেন।

স্থল পরিবহণ ও হাইওয়ে মন্ত্ৰী নীতিন গাড়করিকে তিনটি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com