উত্তর পূর্ব ও কাশ্মীর ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করলেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহ

নয়াদিল্লিঃ স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চল ও জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে এক বৈঠকে বিস্তারিত আলোচনা করেন। সুপ্ৰিমকোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে অসমে জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)কাজ সম্পূর্ণ করা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ইস্যু আলোচনায় উঠে আসে। এনআরসির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এই মুহূর্তে মন্ত্ৰকের সামনে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা যুগ্ম সচিব সত্যেন্দ্ৰ গার্গ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বিভিন্ন সমস্যার বিস্তারিত তথ্য বৈঠকে উপস্থাপন করেন।
অন্য এক বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্ৰহণ সম্পর্কে আলোকপাত করেন শাহ। কাশ্মীরে আগামি অক্টোবর অথবা নভেম্বরে বিধানসভার নির্বাচন হতে পারে। সেদিক থেকেও এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এবছর ১ জুলাই থেকে অমরনাথ যাত্ৰা শুরু হচ্ছে এবং তা শেষ হবে ১৫ আগস্ট। এই বিষয়টিও আলোচনায় প্ৰাধান্য পেয়েছে-জানান একজন সরকারি কর্মকর্তা।