আমট্ৰন রিক্ৰুটমেন্ট ফর সাইবার সিকিউরিটি কনসালটেন্ট

আমট্ৰন রিক্ৰুটমেন্ট ফর সাইবার সিকিউরিটি কনসালটেন্ট
Published on

আমট্ৰন রিক্ৰুটমেন্ট ফর সাইবার সিকিউরিটি কনসালটেন্ট

আসাম ইলেকট্ৰনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড(আমট্ৰন)টেক সিটি গুয়াহাটির সাইবার ইনটেলিজেন্স সেন্টারে সাইবার সিকিউরিটি কনসালটেন্ট পদে নিয়োগের জন্য যোগ্য প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ চাইছে।

পদের নামঃ সাইবার সিকিউরিটি কনসালটেন্ট

পদের সংখ্যাঃ ৩

বেতনঃ ৫০০০০ টাকা প্ৰতিমাসে

চাকরির স্থানঃ গুয়াহাটি

শেষ তারিখঃ ২০-০২-২০২০

গুরুত্বপূর্ণ তারিখঃ অনলাইনে দাখিল করা আবেদনপত্ৰ খোলার তারিখ ০৭-০২-২০২০। অনলাইনে আবেদনপত্ৰ দাখিলের শেষ তারিখ ২০-০২-২০২০।

বাছাই প্ৰক্ৰিয়াঃ তালিকাভুক্ত প্ৰার্থীদের ওয়েবসাইট অর্থাৎ i.e. http://amtron.in.-এর মাধ্যমে ডাকা হবে। প্ৰার্থীদের যেকোনও আপডেটের জন্য ঘন ঘন ওয়েবসাইট চেক করতে অনুরোধ জানানো হয়েছে। তালিকাভুক্ত প্ৰার্থীদেরই লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হবে তালিকাভুক্ত প্ৰার্থীদের নাম ঘোষণার দিন।

ঠিকানাঃ আসাম ইলেকট্ৰনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড(আমট্ৰন)ইন্ডাস্ট্ৰিয়াল এস্টেট,বামুনিমৈদাম,গুয়াহাটি-৭৮১০২১

Details: Click Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com