কোকরাঝাড়ে সেনার স্বচ্ছতা অভিযান

কোকরাঝাড়ে সেনার স্বচ্ছতা অভিযান

কোকরাঝাড়ঃ স্বচ্ছ ভারত মিশন এবং জাতির পিতা মহাত্মা গান্ধীর সার্ধশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর রেড হর্ন ডিভিশনের একটি শাখা বুধবার কোকরাঝাড় শহরে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা বোধ গড়ে তোলার উদ্দেশ্যে একটি সাইকেল রেলি বের করে।

এদিন পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে আলোচনা ও শপথ গ্ৰহণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সাইকেল রেলি শহরের ৮ কিলোমিটার পথ অতিক্ৰম করে। এই রেলিতে বিভিন্ন স্কুলের ৩৫০ জন ছাত্ৰ অংশ নেয়। কোকরাঝাড়ের জেলাশাসক পার্থ প্ৰতিম মজুমদার এবং জেলা প্ৰশাসনের বিভিন্ন কর্মকর্তারা প্ৰচার অভিযানে অংশ নেন। রেলির উদ্দেশ্য ছিল তরুণ প্ৰজন্মের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা বোধ গড়ে তোলা।

এদিকে সারা দেশের সঙ্গে কোকরাঝাড়ও স্বচ্ছতাই সেবা কর্মসূচিতে অংশ নেয় বুধবার। মন্ত্ৰী প্ৰমিলা রানি ব্ৰহ্ম এদিন মহাত্মা গান্ধীর সার্ধশতবার্ষিকীতে তাঁর প্ৰতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্ৰদ্ধা জানান। কোকরাঝাড় পুরসভা বেসিক ট্ৰেনিং সেণ্টার অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে। ব্ৰহ্ম এদিন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির স্বপ্নের প্ৰকল্প অঙ্গীকার স্কিমেরও সূচনা করেন কোকরাঝাড়ে। পরে মন্ত্ৰী ব্ৰহ্ম পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তিনি পলিথিল ব্যগগুলো সংগ্ৰহ করেন। কোকরাঝাড়কে প্লাস্টিক মুক্ত করার জন্য তিনি ব্যবসায়ী ও দোকানদারদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ব্ৰহ্ম বলেন,প্ৰধানমন্ত্ৰী মোদির স্বচ্ছ ভারত অভিযান সাকার করতে কোকরাঝাড়ের মানুষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি বলেন,নিজেদের চারপাশের এলাকা সাফ সুতরো করে রাখলে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠবে। ব্ৰহ্ম পরিবেশ পরিচ্ছন্ন ও মুক্ত রাখতে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ ভাবে বর্জন করার জন্য আহ্বান জানান। ব্যবসায়ী ও দোকানদারদের প্লাস্টিকের সমস্ত ধরনের সামগ্ৰী ব্যবহার না করতে অনুরোধ করেন ব্ৰহ্ম। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কেএমবি-র চেয়ারম্যান বিষ্ণু নার্জারি। বিটিসির ইএম দোনেশ্বর গয়ারি এবং অন্যান্যরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কোকরাঝাড়ের জেলাশাসক পার্থ প্ৰতিম মজুমদার এবং অন্যান্যরাও মঞ্চে উপস্থিত ছিলেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Swachha Bharat Abhiyan drive by Naharkatia Police Station

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com