Begin typing your search above and press return to search.

ধর্ম,লিঙ্গ ভিত্তিতে বৈষম্য করে না সেনাবাহিনীঃ সেনাপ্ৰধান নারাভানে

ধর্ম,লিঙ্গ ভিত্তিতে বৈষম্য করে না সেনাবাহিনীঃ সেনাপ্ৰধান নারাভানে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Feb 2020 10:50 AM GMT

নয়াদিল্লিঃ মহিলা অফিসারদের জন্য স্থায়ী কমিশন গঠনে সুপ্ৰিম কোর্ট সম্প্ৰতি যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়ে সেনাবাহিনীর প্ৰধান মনোজ মুকুন্দ নারাভানে বৃহস্পতিবার বলেছেন,সেনাবাহিনী ধর্ম,জাত,পাত অথবা লিঙ্গের ভিত্তিতে তাদের সদস্যদের বিরুদ্ধে কোনও বৈষম্য করেনি। ‘সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি বরাবর এমনটাই ছিল। আর সে জন্যই আমরা সেই ১৯৯৩ সাল থেকে সেনাবাহিনীতে মহিলা অফিসার অন্তর্ভুক্তির কাজ শুরু করেছি’-বলেন সেনাপ্ৰধান নারাভানে।

সুপ্ৰিম কোর্ট আগামি তিন মাসের মধ্যে মহিলা অফিসারদের জন্য স্থায়ী কমিশন মঞ্জুর করতে সেনাবাহিনীকে যে নির্দেশ দিয়েছে তারই পরিপ্ৰেক্ষিতে নারাভানে ওই মন্তব্য করেন। ‘সুপ্ৰিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানাতেই হয়,কারণ এতে একটা স্বচ্ছতা আসবে এবং নিযুক্ত অফিসাররাও সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন।

নারাভানে বলেন,বিভিন্ন রেংকে মহিলাদের নিয়োগে সেনাবাহিনী ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। ১০০ মহিলা সৈনিকের প্ৰথম ব্যাচটি বর্তমানে মিলিটারি পুলিশ সেন্টার এবং স্কুলে প্ৰশিক্ষণ নিচ্ছে। তিনি আশ্বাস দিয়ে বলেন,মহিলা অফিসার সহ সেনাবাহিনীতে থাকা প্ৰত্যেকেই দেশের সেবার কাজে এবং নিজেদের ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্ৰে সমান সু্যোগ পাবেন।

নতুন সেনা সদর দপ্তর সম্পর্কে জানতে চাওয়া হলে নারাভানে বলেন,প্ৰস্তাবিত স্থল সেনা ভবন সেনাবাহিনীর সব সদর কার্যালয়গুলোকে এক ছাদের তলায় নিয়ে আসবে এবং এটা সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে। এর ফলে সেনা জওয়ানরা পরিবারকে সময় দেওয়ার সু্যোগও পাবেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডিমা হাসাও জেলা থেকে ১২ ট্ৰাক অবৈধ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Unknown miscreants pelted stone at BTC Chief’s vehicle in Chirang, No casualties

Next Story
সংবাদ শিরোনাম