এনপিপি বিধায়ক ও অন্যান্য ১০ জনের হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অরুণাচল প্ৰদেশে সেনার তল্লাশি

এনপিপি বিধায়ক ও অন্যান্য ১০ জনের হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অরুণাচল প্ৰদেশে সেনার তল্লাশি

ইটানগর/ডিগবয়ঃ সন্দেহভাজন এনএসসিএন(আইএম)-এর জঙ্গিরা অরুণাচল প্ৰদেশে এনপিপি বিধায়ক তিরং আবহ এবং অন্যান্য আরও দশজনকে গুলি করে হত্যা করে মঙ্গলবার। এই ঘটনার পর রাজ্যের খোনসা ও আশপাশ এলাকায় জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি অভিযানে নেমেছে সেনাবাহিনী। পুলিশের জনৈক বরিষ্ঠ কর্মকর্তা এখানে জানিয়েছেন,হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের ধরতে অতিরিক্ত বাহিনী খোনসা এবং এর আশপাশ এলাকায় মোতায়েন করা হয়েছে।

ডিআইজি(ইস্টার্ন রেঞ্জ),আইজিপি(আইনশৃঙ্খলা)এবং টিরাপ ও চাংলেং উভয় জেলার এসপিরাও ঘটনাস্থলে ছুটে গেছেন,সেনাবাহিনীকে তল্লাশি অভিযানে সাহায্য করার জন্য-জানান পদস্থ পুলিশ কর্তাটি।

আবহ মঙ্গলবার তাঁর ছেলে লংগেম আবহ এবং অন্যান্য স্বজনদের নিয়ে ডিব্ৰুগড় থেকে নিজের কেন্দ্ৰ অভিমুখে যাচ্ছিলেন। চারজন নিরাপত্তা অফিসার ও একজন নির্বাচনি এজেণ্ট চারটি গাড়িতে তার সঙ্গেই ছিলেন। মাঝ পথে সশস্ত্ৰ জঙ্গিরা বিধায়ক আবহ-র কনভয় আটকে এলোপাথাড়ি গুলি চালিয়ে গাড়ির আরোহীদের হত্যা করে। ডিজিপি এস বি কে সিং একথা জানান।

সন্দেহভাজন এনএসসিএন জঙ্গির গুলিতে অন্যান্য যারা নিহত হয়েছেন তাঁরা হলেন ওয়াংনগই হ্যাকহান,জালিন হাকহুন,গানওয়াং হাকহুন,ম্যাটলাম আবহ,পানগ্ৰো,আবহর দুজন পিএসও পানহাং আগি এবং বি শিকসা-জানায় পুলিশ। অন্যান্য দুজন নিহত ব্যক্তিকে এখনও শনাক্ত করা বাকি আছে। পুলিশ আরও জানিয়েছে,আবহকে এসকোর্ট দেওয়া আরও দুজন পিএসও ওয়াংসেন হাকহুন এবং ওয়ারডেন হাকহুন গুলিতে আহত হয়েছেন। একজন মহিলা ও একজন পিএসও গুলির মুখ থেকে অক্ষত বেঁচে গেছেন। অরুণাচল প্ৰদেশের খোনসা থেকে ২০ কিলোমিটার দূরে ১২ মাইল এলাকায় এই ভয়ঙ্কর আক্ৰমণের ঘটনা ঘটে। আহত নাগরিক ও পিএসওকে ডিব্ৰুগড় মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান ডিজিপি।

পাহাড়ি রাজ্য অরুণাচল প্ৰদেশের খোনসা পশ্চিম কেন্দ্ৰের এনপিপি বিধায়ক ছিলেন আবহ। সম্প্ৰতি বিধানসভার নির্বাচনে আবহ দ্বিতীয়বারের জন্য লড়েছিলেন। ওই সময়ই এনএসসিএন(আইএম)তাকে হুমকি দিয়েছিল।

টিরাপ জেলার খোনসায় এধরনের আক্ৰমণের এটা দ্বিতীয় ঘটনা। চলতি বছরের ২৯ মার্চ এনএসসিএন(আইএম)জঙ্গিরা এনপিপির একজন সমর্থককে গুলি করে হত্যা করেছিল।

এদিকে স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী কিরেন রিজিজু এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করা হবে টুইট করে বলেন রিজিজু।

অরুণাচল প্ৰদেশের রাজ্যপাল ব্ৰিগেডিয়ার(অবসরপ্ৰাপ্ত)বিডি মিশ্ৰ হত্যাকাণ্ডে গভীর দুঃখ প্ৰকাশ করে বলেন সরকার কঠোর হাতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজ নয় কাল হত্যাকারীদের এর মাশুল চুকোতেই হবে-বলেন তিনি।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com