নয়াদিল্লিঃ সংবিধানের ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ সোমবার সংসদে একথা ঘোষণা করেন। অমিত শাহর এই ঘোষণায় সদনে এক হুলুস্থুল পরিবেশের সৃষ্টি হয় এবং দেশ জুড়ে এর প্ৰভাব পড়ে। জম্মু ও কাশ্মীর পুনর্গঠনেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে-শাহর এই ঘোষণার পর সংসদে বিরোধীরা এটা মানতে নারাজ হয়ে হইহল্লা জুড়ে দেন। সদনে এক সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়।
স্বরাষ্ট্ৰমন্ত্ৰী ওই রাজ্যকে দ্বিখণ্ডিত করে লদাখ এবং জম্মু ও কাশ্মীর করার প্ৰস্তাব রেখেছেন। স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর ঘোষিত নতুন প্ৰস্তাব অনু্যায়ী লদাখ কেন্দ্ৰশাসিত অঞ্চল হলেও এর কোনও বিধানসভা থাকছে না। তবে জম্মু ও কাশ্মীর কেন্দ্ৰশাসিত অঞ্চলে বিধানসভা থাকছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ কাশ্মীরে যাত্ৰী ঠাসা মিনিবাস গভীর খাদে,নিহত কমপক্ষেও ১২ জন