বিশিষ্ট চিত্ৰশিল্পী বেণু মিশ্ৰর জীবনাবসান

বিশিষ্ট চিত্ৰশিল্পী বেণু মিশ্ৰর জীবনাবসান

গুয়াহাটিঃ বিশিষ্ট চিত্ৰশিল্পী বেণু মিশ্ৰ আজ সকালে মারা গেছেন। মিশ্ৰ গুয়াহাটি আর্টিস্ট গিন্ডের প্ৰতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৩৯ সালের ২৭ নভেম্বর জন্ম হয়েছিল চিত্ৰশিল্পী বেণু মিশ্ৰর।

১৯৬১ সালে শান্তিনিকেতনের কলা ভবন থেকে ফাইন আর্টস ও ক্ৰ্যাক্ট বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছিলেন তিনি।

অসম সরকারের জনসংযোগ বিভাগে ‘আর্টিস্ট’ হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন মিশ্ৰ। বম্বের স্যার জেকব সাসুন স্কুলে আর্টের শিক্ষক হিসেবেও কিছুদিন কাজ করেছিলেন তিনি।

বেণু মিশ্ৰর প্ৰথম একক চিত্ৰ প্ৰদর্শনী অনুষ্ঠিত হয়েছিল নেপালের রাজধানী শহর কাঠমান্ডুতে। এরপর বিশ্বের বিভিন্ন স্থানে তাঁর চিত্ৰ প্ৰদর্শন করা হয়েছে।

‘ডেথ’ ছবিটি তাঁর বিখ্যাত ছবিগুলির একটি। ‘দ্য হট নিউজ’ অন্য আরেকটি উল্লেখযোগ্য ছবি মিশ্ৰর। ‘কলা গুয়াহাটি’ নামের একটি মাসিক ম্যাগাজিনে অবৈতনিক কলা সম্পাদক হিসেবেও কার্যনির্বাহ করেছেন তিনি। অধিনায়ক,কবিতা নামের ম্যাগাজিনেও কার্যনির্বাহ করেছেন মিশ্ৰ। তাঁর নশ্বর দেহ গুয়াহাটি আর্টিস্ট গিল্ডে নেওয়া হবে এবং অন্ত্যেষ্টি সম্পন্ন করা হবে নবগ্ৰহ শ্মশানে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com