Begin typing your search above and press return to search.

৩১-তম জুনিয়র জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্ৰথম সোনা জিতল অরুণাচলের তরুণী

৩১-তম জুনিয়র জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্ৰথম সোনা জিতল অরুণাচলের তরুণী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 Sep 2019 10:28 AM GMT

ইটানগরঃ আন্তর্জাতিক অ্যাথলেটিক্স অঙ্গনে অসম যখন সাফল্যের নজির রেখেছে,সেই সময় উত্তর পূর্বাঞ্চলের আরও এক রাজ্য অরুণাচল প্ৰদেশও খেলাধুলার এগোনোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে তুলে ধরছি এমন একটি মেয়ের ক্ৰীড়া প্ৰতিভা যে মেয়েটি উঠে এসেছে অরুণাচল প্ৰদেশের একটি প্ৰত্যন্ত গ্ৰাম থেকে। ঝাড়খণ্ডে অনুষ্ঠিত ৩১তম ইস্ট জোন জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রাজ্যের হয়ে প্ৰথম সোনা জিতেছে মেয়েটি।

১৮ বছর বয়সী এই তরুণীর নাম জ্যোতি মানে। অরুণাচল প্ৰদেশের সি-ইওমি জেলার মনিগং-এর বাসিন্দা সে। ঝাড়খণ্ডের রাঁচিতে বর্তমানে চলা জনপ্ৰিয় জাতীয় চ্যাম্পিয়নশিপে মেয়েদের কুড়ি অনূর্ধ্ব ৫০০০ মিটার দৌড়ে সোনা জিতে নেয় জ্যোতি মানে। ইটানগরে দেরা নাতুং সরকারি কলেজে স্নাতক শ্ৰেণির কলাশাখার প্ৰথম সেমিস্টারের ছাত্ৰী জ্যোতি।

প্ৰচার মাধ্যমের রিপোর্ট অনু্যায়ী,জাতীয় পর্যায়ে পদক জয়ের জন্য এটা ছিল জ্যোতির তৃতীয় প্ৰয়াস। অরুণাচলের অ্যাথলিট জ্যোতি গত চার সপ্তাহ ধরে সানগে লাডহেন স্পোর্টস অ্যাকাডেমিতে তালিম নিচ্ছিলেন এমকে পেগুর তত্ত্বাবধানে।

উল্লেখ্য,অরুণাচল প্ৰদেশেরই আরও এক কিশোর বামো তানাং ইস্ট জোন জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কুড়ি অনূর্ধ্ব ১০,০০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান দখল করে ব্ৰোঞ্জ জিততে সক্ষম হয়।

এদিকে অরুণাচল প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী পেমা খান্ডু,কেন্দ্ৰীয় ডোনার মন্ত্ৰী ড. জিতেন্দ্ৰ সিং এবং রাজ্যের ক্ৰীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্ৰী মামা নাতুং জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সাফল্যের জন্য জ্যোতি ও বামোকে অভিনন্দন জানিয়েছেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাষ্ট্ৰপতি,প্ৰধানমন্ত্ৰীর শুভেচ্ছায় কৃতজ্ঞ হিমা,আরও পদক জয়ের আশ্বাস স্বর্ণ কন্যার

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU staged sit-in demonstration in Namrup

Next Story
সংবাদ শিরোনাম