আর্য্য বিদ্যাপীঠ কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০

আর্য্য বিদ্যাপীঠ কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০

আর্য্য বিদ্যাপীঠ কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০

আর্য্য বিদ্যাপীঠ কলেজ,গুয়াহাটি-১৬ কলেজে অ্যাসিস্টেন্ট প্ৰফেসর পদগুলোতে নিয়োগের জন্য যোগ্য প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে।

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(ফিজিক্স,কেমেস্ট্ৰি,স্ট্যাটেটিক্স,জিওলজি,জিওগ্ৰাফি,বোটানি,অসমিয়া,অ্যানথ্ৰোপলজি)

পদের সংখ্যাঃ ১৩

শিক্ষাগত যোগ্যতাঃ সরকারি অফিস মেমোরেন্ডাম নং এএইচএ-৪০৭/২০১৭/৪৪ তাং ০৮-২২-২০১৮ অনু্যায়ী নেট/শ্লেট/সেট ইতাদি বাধ্যতামূলক শর্ত হিসেবে বিবেচিত হবে। যে সব প্ৰার্থীদের ইউজিসি(মিনিমাম স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্ৰসিডিউর ফর দ্য অ্যাওয়ার্ড অফ পিএইচডি)রেগুলেশন ২০০৯ অনু্যায়ী পিএউইচডি ডিগ্ৰি রয়েছে তাদের ন্যূনতম যোগ্যতার শর্ত নেট/শ্লেট/সেট থেকে রেহাই দেওয়া হবে। প্ৰার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর(অথবা সমপর্যায়ের গ্ৰেড লেভেল)থাকতে হবে। এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীদের ক্ষেত্ৰে মার্কসে ৫ শতাংশ রেহাই থাকছে।

বাছাই প্ৰক্ৰিয়াঃ আবেদনপত্ৰ দাখিলের শেষ তারিখ পর্যন্ত প্ৰার্থীদের এই যোগ্যতা অর্জন করতে হবে। এমফিল/পিএইচডি/সেমিনার পেপারস/পাবলিকেশনের মতো যোগ্যতাগুলো সাক্ষাৎকারের দিন দাখিল করতে হবে,তবে এর পরে নয়।

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত ৩৮ বছরের বেশি নয়। এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীদের ক্ষেত্ৰে ৫ বছর এবং ওবিসি/এবওবিসি প্ৰার্থীদের জন্য ৩ বছর ছাড় দেওয়া হবে।

বিশেষ দ্ৰষ্টব্যঃ আবেদনের সঙ্গে ২০০০ টাকার(দুহাজার টাকা)ডিমান্ড ড্ৰাফট(অফেরৎযোগ্য)শুধুমাত্ৰ প্ৰিন্সিপাল,আর্যবিদ্যাপীঠ কলেজ,গুয়াহাটি-১৬-র অনুকূলে এবং পেয়েবল অ্যাট গুয়াহাটি ২৩-২-২০২০ তারিখে বিজ্ঞাপনটি প্ৰকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে প্ৰিন্সিপাল,আর্য্য বিদ্যাপীঠ কলেজ,গুয়াহাটি কার্যালয়ে পৌঁছতে হবে। প্ৰার্থীদের স্থায়ী বাসিন্দার প্ৰমাণপত্ৰ(পিআরসি)থাকতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষতা অপরিহার্য। যে সব প্ৰার্থীরা চাকরি করছেন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি সংগ্ৰহ করে প্ৰপার চ্যানেলে আবেদন করতে পারবেন।

শেষ তারিখঃ ১০-০৩-২০২০

Details: Click here

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com