Begin typing your search above and press return to search.

আর্য্য বিদ্যাপীঠ কলেজ রিক্ৰুটমেন্ট ফর অ্যাসিস্টান্ট প্ৰফেসর

আর্য্য বিদ্যাপীঠ কলেজ রিক্ৰুটমেন্ট ফর অ্যাসিস্টান্ট প্ৰফেসর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 Feb 2020 1:25 PM GMT

আর্য্য বিদ্যাপীঠ কলেজ রিক্ৰুটমেন্ট ফর অ্যাসিস্টান্ট প্ৰফেসর

আর্য্য বিদ্যাপীঠ কলেজ নিম্নলিখিত অ্যাসিস্টান্ট প্ৰফেসর পদের জন্য যোগ্য প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে।

পদের নামঃ অ্যাসিস্টান্ট প্ৰফেসর

পদের সংখ্যাঃ ৩

বিষয় ওয়াড়ি খালি পদ

১. ইংরেজিঃ ০১ টি পদ(রোস্টার পয়েন্ট নং ১০৩),অ-সংরক্ষিত

২. স্ট্যাটেস্টিক্সঃ ০১টি পদ(রোস্টার পয়েন্ট নং ৫০)এসটি(এইচ)এর জন্য সংরক্ষিত

৩. ম্যাথেমেটিক্সঃ ০১টি পদ(রোস্টার পয়েন্ট নং ৭৩)ওবিসি/এমওবিসি-র জন্য সংরক্ষিত

শিক্ষাগত যোগ্যতা এবং বাছাই প্ৰক্ৰিয়া হবে সরকারি মেমোরেন্ডাম নং এএইচই ৪০৭/২০১৭/৪৪ তাং ০৮ অনু্যায়ী নেট/শ্লেট/সেট বাধ্যতামূলক যোগ্যতার শর্ত হিসেবে বিবেচিত হবে।

যে সমস্ত প্ৰার্থীদের ইউজিসি-র(মিনিমাম স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্ৰসিডিউরস ফর অ্যাওয়ার্ড অফ পিএইচডি ডিগ্ৰি)রেগুলেশন ২০০৯ অনু্যায়ী পিএইচডি ডিগ্ৰি রয়েছে তাদের ন্যূনতম যোগ্যতার শর্ত নেট/শ্লেট/সেট থেকে ছাড় দেওয়া হবে।

প্ৰার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর(অথবা সম পর্যায়ের গ্ৰেড লেভেল)থাকতে হবে। এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীদের ক্ষেত্ৰে ৫ শতাংশ নম্বর ছাড় থাকছে। পিএইচডি ডিগ্ৰিধারীদের ক্ষেত্ৰে যারা ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বরের আগে স্নাতকোত্তর ডিগ্ৰি অর্জন করেছেন তাদের ক্ষেত্ৰে ৫ শতাংশ নম্বরে ছাড় দেওয়া হতে পারে।

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত ৩৮ বছরের বেশি যেন না হয়। এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীদের ক্ষেত্ৰে ৫ বছর ও ওবিসি/এমওবিসি প্ৰার্থীদের ক্ষেত্ৰে ৩ বছর রেহাই দেওয়া হবে।

টু অ্যাপ্লাইঃ গুয়াহাটিতে পেয়েবল ২০০০ টাকার(দুহাজার টাকা)অফেরৎযোগ্য ডিমান্ড ড্ৰাফট একমাত্ৰ প্ৰিন্সিপাল,আর্য্য বিদ্যাপীঠ কলেজ,গুয়াহাটি-১৬-এর অনুকূলে ৩০-০১-২০২০ তারিখে এই বিজ্ঞাপন প্ৰকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনপত্ৰ প্ৰিন্সিপাল,আর্য্য বিদ্যাপীঠ কলেজের কার্যালয়ে পৌঁছতে হবে।

Official Link: Click here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ

Next Story
সংবাদ শিরোনাম