নাগরিকত্ব বিলের বিরুদ্ধে অজাযুছাপের ব্যাপক প্ৰতিবাদ

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে অজাযুছাপের ব্যাপক প্ৰতিবাদ

গোলাঘাটঃ অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদের(এজেওয়াইসিপি)গোলাঘাট জেলা কমিটি নাগরিকত্ব(সংশোধনী)বিলের(ক্যাব)বিরুদ্ধে বৃহস্পতিবার জেলাশাসকের কার্যালয়ের সামনে ধরনা পালন করে। প্ৰতিবাদকারীরা নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন কেন্দ্ৰের বিজেপি সরকার এবং সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বাধীন সরকার নাগরিকত্ব সংশোধনী বিল পাসের মাধ্যমে প্ৰব্ৰজনকারী হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য যে অসম বিরোধী নীতি নিয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।

প্ৰতিবাদ সভায় ভাষণ দিতে গিয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ৰমে আব্দুল হাসিম এবং নিকুঞ্জ মেধি সতর্ক করে দিয়ে বলেন,ক্যাবের মাধ্যমে প্ৰব্ৰজনকারী হিন্দুদের অসমে সংস্থাপন দেওয়ার কথা বিজেপি সরকারের ভাবাই উচিত নয়। তাঁরা এব্যাপারে সোনোয়াল ও মোদির তীব্ৰ নিন্দা করেন।

অজাযুছাপ-এর গোলাঘাট জেলা কমিটির নেতারা আরও বলেছেন,ক্যাব নিয়ে রাজ্যে প্ৰতিবাদের ঝড় ওঠার পরও বিজেপি সরকার রাজ্যে ক্যাব চাপানোর জন্য সু্যোগ খুঁজেছে। গোলাঘাট অজাযুছাপের নেতারা বলেন,বিদেশি বিতাড়ন এবং রাজ্যের অর্থনৈতিক উন্নতির স্বার্থে অসমিয়া মানুষ দীর্ঘ ছয় বছর আন্দোলন করেছেন। তাঁরা বিজেপি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন,সরকার ক্যাব আনার কথা একবারও যেন মাথায় না আনে। অন্যথায় অজাযুছাপ ব্যাপক আন্দোলন শুরু করবে। অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদের লখিমপুর শাখাও বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে ফের আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে। উত্তর লখিমপুরের কোর্ট তিনআলিতে এজেওয়াইসিপি-র কর্মী,সদস্যরা এদিন দুঘন্টা ব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেন। প্ৰতিবাদকারীরা বিলটি রদ করার জন্য প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং কেন্দ্ৰীয় সরকারের কাছে দাবি জানায়। সংসদের আসন্ন অধিবেশনে বিলটি উত্থাপন না করতেও প্ৰধানমন্ত্ৰীকে অনুরোধ করেছেন তারা। প্ৰতিবাদ ধরনায় নেতৃত্ব দেন অজাযুছাপের লখিমপুর জেলা কমিটির সভাপতি মনদীপ নেওগ এবং সাধারণ সম্পাদক জ্যোতি দাস। প্ৰতিবাদকারীরা তাঁদের দাবির সমর্থনে শ্লোগান দেন এবং প্ল্যাকার্ডও প্ৰদর্শন করেন।

সংগঠনটি এদিন বিতর্কিত আইনটি রদ করার আর্জি জানিয়ে লখিমপুর জেলাশাসকের মাধ্যমে প্ৰধানমন্ত্ৰী মোদির উদ্দেশে একটি স্মারকপত্ৰও দাখিল করেছে।

‘আমরা এটা লক্ষ্য করেছি যে আপনার সরকার ক্যাব পাস করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরফলে গোটা অসমিয়া সমাজ ও উত্তর পূর্বাঞ্চলের মানুষের মনে আশঙ্কার সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের মানুষ ক্যাবের বিরুদ্ধে জোর আন্দোলন করেছেন। আমরা মনে করি সরকারের এই পদক্ষেপ গণতন্ত্ৰের উপর চরম হুমকি ডেকে আনবে। আমরা এটা পরিষ্কার করে দিতে চাই যে,অসমের মানুষ বিতর্কিত বিলটি কখনোই মেনে নেবেন না। কারণ এই বিল আইনে পরিণত হলে অসমের অস্তিত্ব,সংস্কৃতি,ভাষা এবং জন বিন্যাসগত কাঠামোয় চরম হুমকির সৃষ্টি করবে’-বলা হয়েছে ওই স্মারকপত্ৰে। সংগঠন বিলটি রদ করার জন্য প্ৰধানমন্ত্ৰীকে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Man-Elephant conflict continues in Nagaon’s Samuguri

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com