Begin typing your search above and press return to search.

২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করল রাজ্য মন্ত্ৰিসভা

২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করল রাজ্য মন্ত্ৰিসভা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Nov 2019 8:47 AM GMT

গুয়াহাটিঃ অসম মন্ত্ৰিসভা মঙ্গলবার ২০২০ সালের জন্য সরকারি ছুটির তালিকাটি অনুমোদন করেছে। তালিকা অনু্যায়ী,৫ লাখের বেশি সরকারি কর্মী আগামি বছর ৩৫টি সরকারি ছুটি এবং ৩১টি সীমিত ছুটি উপভোগ করতে পারবেন।

সীমিত অথবা ঐচ্ছিক ছুটি হচ্ছে ব্যক্তি বিশেষ প্ৰতিজন কর্মচারী এধরনের দুটি নেবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায়,যেমন শিল্পী দিবস,গোপাল দেব তিথি,করম পূজা,আলি আই লৃগাং উৎসব এবং অন্যান্য বেশকিছু পার্বণকে সীমিত ছুটির তালিকায় রাখা হয়েছে সরকারি কর্মীদের জন্য। নির্দিষ্ট এই দিনগুলিতে যে সকল সরকারি কর্মচারীদের এজাতীয় উৎসব পার্বণের সঙ্গে সংযোগ অথবা সম্পর্ক রয়েছে কেবল মাত্ৰ তারাই সীমিত ছুটি নিতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায়,একজন মুসলিম কর্মী গোপালদেব তিথি অথবা করম পূজার সময় সীমিত ছুটি উপভোগ করতে পারবেন না।

সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার সরকারি অফিস বন্ধ থাকছে। তাই সব মিলিয়ে সরকারি কর্মীরা বছরে ১১৩ দিন ছুটি উপভোগ করতে পারছেন। নির্দিষ্ট এই সব ছুটি ছাড়াও সাধারণ প্ৰশাসন বিভাগ(জিএডি)এবং জেলাশাসকরা বছরে যথাক্ৰমে দুই এবং একদিন ছুটি ঘোষণা করতে পারেন।

অন্যদিকে রাজ্য মন্ত্ৰিসভা এদিন বাশের চাষ চাঙ্গা করতে এবং রাজ্যে সবুজ বিপ্লবের সূচনা করার উদ্দেশ্যে বাঁশ ও বেত নীতি অনুমোদন করেছে। এই নীতির অধীনে সরকার প্ৰাথমিকভাবে এক হাজার হেক্টর জমিতে বাঁশ চাষের ব্যবস্থা করবে। প্ৰতিটি বাঁশের চারা রোপণ বাবদ সরকার চাষিদের ২.৪০ টাকা করে ইনসেনটিভ দেবে। বাঁশ চাষের জন্য প্ৰথম বছরই দেওয়া হবে ৫০ শতাংশ ইনসেনটিভ। বাকি ৩০ এবং ২০ শতাংশ দেওয়া হবে পর্যায় ক্ৰমে। তাছাড়া শূকর ও ছাগলের উৎপাদন বৃদ্ধির সঙ্গে

জড়িতদের ৫০ শতাংশ ভরতুকি দেওয়ার ব্যাপারেও মন্ত্ৰিসভার বৈঠকে অনুমোদন জানানো হয়েছে। রাজ্যের শিল্প প্ৰতিষ্ঠানগুলোতে কর্মরত মহিলাদের বিনামূল্যে সেনিটারি নেপকিন দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করতে নির্দেশ দিয়েছে সরকার।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ক্যাব নিয়ে অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করবে অগপ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Govt all set to push for the contentious Citizenship Bill in the winter session of Parliament

Next Story
সংবাদ শিরোনাম