এটিসি বাগান শ্ৰমিকদের জন্য পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্তে অনুমোদন অসম মন্ত্ৰিসভার

এটিসি বাগান শ্ৰমিকদের জন্য পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্তে অনুমোদন অসম মন্ত্ৰিসভার

গুয়াহাটিঃ রাজ্য মন্ত্ৰিসভা একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে যার মাধ্যমে অধিকাংশ চা সম্প্ৰদায়,ভূমিহীন কৃষক এবং অন্যান্যরা উপকৃত হবেন। বুধবার মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের পৌরোহিত্যে রাজ্য মন্ত্ৰিসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়। চা বাগান শ্ৰমিকদের কল্যাণে তাদের জন্য পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্তটি অনুমোদন করেছে মন্ত্ৰিসভা। এটিসি(আসাম টি কর্পোরেশন)বাগানের শ্ৰমিকদের জন্য এই সমস্ত পাকা বাড়ির প্ৰতিটির নির্মাণ বাবদ ১.৩০ লক্ষ টাকা করে ব্যয় করা হবে। বর্তমানে এটিসি-র বাগান শ্ৰমিকরা জীর্ণ কুড়ে ঘরেই দিন যাপন করছেন। অন্যান্য বাগানগুলির শ্ৰমিকরাও এধরনের পাকা বাড়ি পেয়ে যাবেন পর্যায়ক্ৰমে।

চা বাগানের যুবকদের কল্যাণে মন্ত্ৰিসভা মাথা পিছু যুবককে এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্তটি অনুমোদন করেছে। চা বাগানের ১৫ হাজার যুবককে এই অনুদান সাহায্য দেওয়া হবে তাদের স্বনিয়োগের সুবিধার্থে। এটাই সব কিছু নয়। চা বাগানের যে সমস্ত ছাত্ৰ এইচএসএলসি(হাইস্কুল লিভিং সার্টিফিকেট)এবং এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের প্ৰত্যেককে এককালীন স্কলারশিপ হিসেবে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। ভূমিহীন কৃষক এবং গরিব মানুষের প্ৰতিও মন্ত্ৰিসভা এই বদান্যতা পোষণ করেছে। নতুন ভূমি নীতি ২০১৯ অনু্যায়ী,ভূমিহীন কৃষকদের তিন বিঘা করে জমি দেওয়া হবে বলে বলা হয়েছিল। তবে বুধবার মন্ত্ৰিসভা ভূমিহীন কৃষকদের ৩ বিঘার পরিবর্তে ৭ বিঘা করে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্যাবিনেট এদিন পিএমএওয়াই(জি)-এর অধীনে সৌর শক্তি স্থাপনের জন্য প্ৰত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ক্যাবিনেটের অন্য একটি সিদ্ধান্ত মর্মে সমাজকল্যাণ বিভাগ ঠিকার ভিত্তিতে কর্মরত ৬২৬ জন সুপারভাইজর এবং ১২ জন স্ট্যাটেস্টিক্যাল অ্যাসিস্টান্ট পে স্কেল ও অন্যান্য সু্যোগ সুবিধা বুধবার থেকে পাবেন সরকারি নর্মস অনুয়ায়ী।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Samarpan Divas was observed at BJP State Office on Tuesday

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com