জবরদখলকারীদের কবলে রাজ্যের বিশাল বনভূমি

জবরদখলকারীদের কবলে রাজ্যের বিশাল বনভূমি

গুয়াহাটিঃ অসমের মোট ১৭,৪০৮.১৮৭ বর্গ কিলোমিটার বনভূমির মধ্যে ৩,৭৮০.১১০২ বর্গ কিলোমিটার এখনও দখলদারদের কবলে রয়েছে। বর্তমান সরকার অবৈধভাবে দখল করে রাখা এধরনের ২,৭৬১.০৪৭ হেক্টর জমি দখল মুক্ত করতে পেরেছে। তবে মোট ১৩,৫৯০.২৬৭ বর্গ কিলোমিটার এলাকা এখনও দখলদারদের কবলে রয়েছে। এর মধ্যে রাষ্ট্ৰীয় উদ্যানের মোট ১,৯৭৭.৭৯০ বর্গ কিলোমিটারের মধ্যে ৪১.৩৭ বর্গ কিলোমিটার এবং মোট ১,৮৪০.১৩০ বর্গ কিলোমিটার অভয়ারণ্যের মধ্যে ৯৭.২৯ বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে জবরদখলকারীরা। রাজ্য বিধানসভায় বৃহস্পতিবার বিজেপি বিধায়ক অতুল বরার উত্থাপিত এক প্ৰশ্নের জবাবে বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য এই তথ্য জানান।

অসমের মোট পাঁচটি রাষ্ট্ৰীয় উদ্যানের মোট এলাকা হচ্ছে ১৯৭৭.৭৯ বর্গ কিলোমিটার। এরমধ্যে তিনটি উদ্যানের ৪১.৩৭ বর্গ কিলোমিটার দখলদার কবলে রয়েছে। মোট ৫০০ বর্গ কিলোমিটার মানস উদ্যানের ৩১ বর্গ কিলোমিটার,মোট ৩৪০ বর্গ কিলোমিটার তিনসুকিয়া জেলার ডিব্ৰু-সৈখোয়া বনাঞ্চলের ৫.৩৭ বর্গ কিলোমিটার এবং শোণিতপুর জেলার মোট ২০০ বর্গ কিলোমিটার নামেরি বনাঞ্চলের ৫ বর্গ কিলোমিটার রয়েছে দখলদারদের কবলে। তবে সরকারি তথ্যে বলা হয়েছে গোলাঘাট জেলার মোট ৮৫৮ বর্গ কিলোমিটার কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের জমি জবরদখলের কালে পড়েনি।

এদিকে রাজ্যের মোট ১৮৪০.১৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ১৮টি অভয়ারণ্য। এই সব অভয়ারণ্যের মধ্যে সাতটির ৯৭.১৯ বর্গ কিলোমিটার এলাকা জবরদখলের মুখে পড়েছে। এর মধ্যে নগাঁও জেলার ৭০.১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা লাওখোয়া অভয়ারণ্যের ১.৩৫ বর্গ কিলোমিটার দখলের কবলে। ওদালগুড়ির মোট ২৬.২২ বর্গ কি.মি এলাকার বরনদী অভয়ারণ্যের ৫ বর্গ কি.মি দখলের মুখে পড়েছে। কোকরাঝাড়ের চক্ৰশীলা অভয়ারণ্যের মোট ৪৫.৫৬ বর্গ কি.মির মধ্যে ০০৫৩ বর্গ কি.মি শোণিতপুর জেলার বুরাচাপরির ৪.২৩ বর্গ কি.মি,শোণিতপুরের সোনাই-রুপাই-এর ৮৫ বর্গ কি.মি,ভেরজান বরাজান পদুমণির ০.০৫ বর্গ কি.মি এবং কামরূপ মেট্ৰোর আমচাং অভয়ারণ্যের ৭৮.৬৪ বর্গ কি.মির মধ্যে ২.৭০ বর্গ কি.মি রয়েছে দখলদারদের কবলে। তবে রাজ্যের ১১টি অভয়ারণ্যে কোনও বেদখলের খবর নেই বলে জানানো হয়েছে। এগুলি হচ্ছে কার্বি আংলং জেলার গরমপানি,পানিদিহিং পক্ষী অভয়ারণ্য,হোলোংপার গিবন,পবিতরা,নামবর,মোরাট লংরি,নামবর দৈরাং,দিহিং পাটকাই,বরাইল এবং দীপরবিল পক্ষী অভয়ারণ্য ইত্যাদি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Two Rhino Poachers apprehended at Kaziranga National Park, Arms Seized

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com