Begin typing your search above and press return to search.

হিমা দাসকে ডিএসপি পদের প্ৰস্তাব অসম সরকারের

হিমা দাসকে ডিএসপি পদের প্ৰস্তাব অসম সরকারের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  7 March 2020 11:26 AM GMT

গুয়াহাটিঃ অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা ঘোষণা করেছেন দৌড়ের রানি হিমা দাসকে রাজ্যে ডেপুটি পুলিশ সুপার(ডিএসপি)পদের প্ৰস্তাব দেওয়া হবে। বিধানসভার চলতি বাজেট অধিবেশনে একথা ঘোষণা করেছেন তিনি। এদিকে,২০২০-র টোকিও অলিম্পিকের প্ৰাক্কালে ৪০০ মিটার থেকে হিমা দাসকে ২০০ মিটারে স্থানান্তর করা হয়েছে। ২০০ মিটারে হিমার সেরা সময় ২৩.১০ সেকেন্ড। তবে গেমসে এন্টি স্ট্যান্ডার্ড হচ্ছে ২২.৮০ সেকেন্ড।

তাই এই মরশুমে ৪০০ মিটারে হিমার তেমন গুরুত্ব দেওয়ার প্ৰয়োজন নেই। তাছাড়া ৪০০ মিটারের জন্য যে শারীরিক সক্ষমতা প্ৰয়োজন,সেক্ষেত্ৰে কিছুটা ঘাটতি রয়েছে হিমার। তাছাড়া অলিম্পিকের জন্য কোয়ালিফাইং পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত আর মাত্ৰ সাড়ে চার মাস হাতে রয়েছে। ‘তাই গত মরশুমের মতো অনুরূপ ভুল আমরা আর করতে চাই না এবং আমরা জোর করে কোনও কিছু চাপিয়ে দিতে আগ্ৰহী নই। আমরা যদি ফের হিমাকে ৪০০ মিটার প্ৰতিযোগিতায় নামার জন্য জোর দিই তাহলে তাঁর ওপর চাপের বহরটাও বেড়ে যাবে। তাছাড়া হিমার বয়েসও খুবই কম,সেইহেতু আমরা তার ওপর কোনও জোর করতে চাইছি না’-অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার হাই পারফরম্যান্স ডিরেক্টর ভলকার হেরমান একথা বলেছেন বলে ইন্ডিয়ান এক্সপ্ৰেসের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

https://twitter.com/himantabiswa/status/1235887981111672834

গোটা টিমই এখন হিমার গতি বাড়ানোর লক্ষ্যে কাজ করছে এবং পারফরম্যান্স উন্নত করতে তাঁকে সাহায্য করছে-বলেন হেরমান।

২০০০ সালের ৯ জানুয়ারি হিমার জন্ম। অসমের এই দৌড়বিদ ধিং এক্সপ্ৰেস নামে পরিচিত। ৪০০ মিটারে হিমার জাতীয় রেকর্ড ৫০.৭৯ সেকেন্ড,যা তিনি করেছিলেন ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসে। হিমাই প্ৰথম ভারতীয় অ্যাথলিট যিনি আইএএএফ ওয়ার্ল্ড ২০ অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপে ট্ৰেক ইভেন্টে সোনা জিতেছিলেন।

অসমের ধিং শহরের কাছে কান্দুলিমারি গ্ৰামে হিমার জন্ম। বাবা রঞ্জিৎ দাস ও মা জোনালি দাস। তাঁর অভিভাবকরা পেশায় কৃষক। ৫ ভাই বোনের মধ্যে হিমা সবার ছোট। স্কুলে পড়াশোনার সময় হিমা ফুটবল খেলতেন। কিন্তু মহিলা ফুটবলে উন্নতির কোনও সম্ভাবনা না থাকায় হিমা তার স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচার সামসুল হকের পরামর্শে দৌড়কে বেছে নেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আগরতলা-আইজল-গুয়াহাটি রুটে দৈনিক বিমান উড়ান শুরু করল ইন্ডিগো

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Fully grown male elephant dies in Keroni Forest Range Office due to bad health

Next Story
সংবাদ শিরোনাম