Begin typing your search above and press return to search.

অসম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় সরজিল ইমামের বিরুদ্ধে মামলা করবে রাজ্য সরকার

অসম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় সরজিল ইমামের বিরুদ্ধে মামলা করবে রাজ্য সরকার

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 Jan 2020 12:41 PM GMT

গুয়াহাটিঃ রাজ্যের অর্থ,স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেন,জনৈক সরজিল ইমাম নামের এক ব্যক্তি অসম সম্পর্কে ভিডিওতে বিতর্কিত মন্তব্য করায় রাজ্য সরকার তার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে। ‘আমাদের যদি পাঁচ লক্ষ সুসংবদ্ধ লোক থাকতো তাহলে সারা ভারত থেকে উত্তর পূর্বাঞ্চলকে আমরা বিচ্ছিন্ন করতে পারতাম। আমাদের দায়িত্ব হচ্ছে ভারত থেকে অসমকে কেটে নেওয়া তাহলেই সরকার আমাদের আওয়াজ শুনবে। আমাদের যদি অসমকে সাহায্য করতে হয় তাহলে ভারতের আন্যান্য অঞ্চল থেকে অসমকে বিচ্ছিন্ন করতে হবে আমাদের’-ইমাম এক ভিডিওতে একথা বলেছেন। এক সমাবেশে এই বিতর্কিত মন্তব্য করেছেন ইমাম।

গুয়াহাটির জনতা ভবনের সিএম ব্লকে শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন শর্মা। তিনি বলেন,অসম সম্পর্কে এধরনের হানিকারক মন্তব্য করার জন্য ইমামকে আইনের আওতায় আনা হবে। ‘আমাদের সতর্ক থাকতে হবে। উত্তর পূর্বাঞ্চল এবং অসমের মানুষ ভারত থেকে অসমকে বিচ্ছিন্ন করার মতো কথা বলতে কাউকে অনুমতি দেবেন না। অসম ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন বা কর্তন করার ক্ষমতা বা অধিকার কারো নেই। তাই প্ৰচার মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে অসম সরকার এই খবরের যথার্থতা খতিয়ে দেখছে এবং তদনু্যায়ী আমরা সরজিল ইমামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি’-বলেন শর্মা। এধরনের মন্তব্যের জন্য মন্ত্ৰী ইমামের সমালোচনা করে বলেন,দেশে হিংসায় উস্কানি দিতে বাইরের কিছু শক্তি জড়িত রয়েছে। শর্মা উল্লেখ করেন নির্দিষ্ট সম্প্ৰদায়ের নির্দিষ্ট কিছু সদস্য রয়েছে যারা ভারতকে ধ্বংস করতে চাইছে। এদের উদ্দেশ্য আরও একটা পাকিস্তান সৃষ্টি। ‘দেশে অস্থিরতা সৃষ্টি করতে ব্যক্তিটির এধরনের প্ৰয়াসে আমি রীতিমতো আতঙ্কিত। তিনি মানুষকে উস্কাচ্ছেন এবং অসম ও উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে তার স্ট্ৰ্যাটিজির কথা মানুষের সামনে তুলে ধরছেন। তবে আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং আইন অনু্যায়ী ব্যক্তিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’-পরে এক টুইটে একথা বলেন শর্মা।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ উ.পুব ভারতের ৮টি সন্ত্ৰাসী সংগঠনের ৬৪৪ জন ক্যাডারের আত্মসমর্পণ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Stage Set for Republic Day 2020 Celebrations in Guwahati

Next Story
সংবাদ শিরোনাম