গুয়াহাটিতে বিস্ফোরণের ঘটনায় আটক সন্দেহভাজন দুই ব্যক্তি,৪০ কেজি বিস্ফোরক উদ্ধার

গুয়াহাটিতে বিস্ফোরণের ঘটনায় আটক সন্দেহভাজন দুই ব্যক্তি,৪০ কেজি বিস্ফোরক উদ্ধার
Published on

গুয়াহাটিঃ অসম পুলিশ মহানগরীর আনাচে কানাচে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার বিকেলে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে। সেই সঙ্গে উদ্ধার করেছে প্ৰায় ৪০ কেজি বিস্ফোরক। উল্লেখ্য,বুধবার গুয়াহাটি গ্ৰেনেড বিস্ফোরণে ১১ জন আহত হন। প্ৰাণময় রাজ্যগুরু এবং তার সন্দেহভাজন সহযোগী জাহ্নবী শইকিয়ার বিরুদ্ধে(যিনি পেশায় একজন অভিনেত্ৰী)গুয়াহাটির পাঞ্জাবাড়ি এলাকার নামঘর পথের একটি বাড়ি থেকে নাশকতামূলক কার্যকলাপ পরিচালনার রিপোর্ট রয়েছে।

স্থানীয় লোকেদের মতে,আটক ব্যক্তিদ্বয় এলাকার একটি বাড়িতে ভাড়াটে হিসেবে ছিলেন। সূত্ৰটি জানাচ্ছে,ওই বাড়ির মালিক জনৈক সইফুদ্দিন আহমেদ।

এখানে উল্লেখ করা যেতে পারে পুলিশ ওই ভাড়া বাড়ি থেকে ২৫টি তাজা গুলি সহ একটি নাইন এমএম পিস্তল,আলফা স্বাধীনের একটি নোটপ্যাড এবং একটি স্কুটি(নং এএস০১-ডিকিউ-৪৪২০)উদ্ধার করেছে। গুয়াহাটি জু রোডে বুধবারের বিস্ফোরণ কাণ্ডের পর মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল ঘটনার অনুপুঙ্খ তদন্ত করে দোষীদের গ্ৰেপ্তার করার জন্য ডিজিপি কুলধর শইকিয়াকে নির্দেশ দিয়েছিলেন। জু রোডে সেণ্ট্ৰাল মলের কাছে বিস্ফোরণের ঘটনায় মহানগরীতে আতঙ্কের সৃষ্টি হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com