আসাম পাবলিক সার্ভিস কমিশন রিক্ৰুটমেন্ট ২০২০

আসাম পাবলিক সার্ভিস কমিশন রিক্ৰুটমেন্ট ২০২০
অসম লোকসেবা আয়োগ সংবিধানের ৫ থেকে ৮ অনুচ্ছেদে উল্লেখ থাকা অনু্যায়ী ভারতীয় নাগরিকদের কাছ থেকে নিম্নলিখিত পদের জন্য আবেদনপত্ৰ আহ্বান করেছে। অসম সরকারের এই পদের জন্য বেতন এবং অন্যান্য বিষয় নিচে উল্লেখ করা হয়েছে।
পদের নামঃ ফিশারি ডেভেলপমেন্ট অফিসার এবং ফিশারি বিভাগের অধীন অ্যালাইড ক্যাডার
পদের সংখ্যাঃ ১২
বেতনঃ ৩০,০০০-১,১০,০০০ টাকা প্ৰতিমাসে
চাকরির স্থানঃ গুয়াহাটি
শেষ তারিখঃ ০৩-০২-২০২০
আবেদন মাশুলঃ জেনারেল/ইডব্লিউ প্ৰার্থীদের ক্ষেত্ৰে(২৫০ টাকা মাত্ৰ)। এসসি/এসটি/ওবিসি/এমওবিসি প্ৰার্থীদের ক্ষেত্ৰে ১৫০ টাকা(একশো পঞ্চাশ টাকা মাত্ৰ)। বিপিএল প্ৰার্থীদের মাশুল লাগছে না। তবে বিপিএল প্ৰার্থীদের আবেদন ফর্ম-এর সঙ্গে তাদের সার্টিফিকেটের ফোটো কপি দাখিল করতে হবে।
ঠিকানাঃ ডেপুটি সেক্ৰেটারি,এপিএসসি,জওহরনগর,খানাপাড়া,গুয়াহাটি-৭৮১০২২।
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আসাম পেট্ৰো কেমিক্যালস লিমিটেড রিক্ৰুটমেন্ট ২০২০