Begin typing your search above and press return to search.

আসাম ইউনিভার্সিটি জব ২০২০ ফর জুনিয়র রিসার্স ফেলো/সিনিয়র রিসার্স ফেলো

আসাম ইউনিভার্সিটি জব ২০২০ ফর জুনিয়র রিসার্স ফেলো/সিনিয়র রিসার্স ফেলো

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  18 March 2020 11:04 AM GMT

আসাম ইউনিভার্সিটি জব ২০২০ ফর জুনিয়র রিসার্স ফেলো/সিনিয়র রিসার্স ফেলো

আসাম ইউনিভার্সিটি ডিবিটি ফান্ডের ‘ফাংশনাল জেনোমিক্স ফর ড্ৰট টলারেন্স ইন আসাম রাইস’ নামে প্ৰকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্স ফেলো(জেআরএফ)/সিনিয়র রিসার্স ফেলো(এসআরএফ)পদে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য এবং আগ্ৰহী প্ৰার্থী চাইছে।

১. পদের নামঃ জুনিয়র রিসার্স ফেলো(জেআরএফ)/সিনিয়র রিসার্স ফেলো(এসআরএফ)

খালি পদঃ ০১

বয়সঃ বয়সের সীমা নেই

শিক্ষাগত যোগ্যতাঃ প্ৰার্থীদের এমএসসি ইন লাইফ সায়েন্স/বায়োটেকনোলজি/বায়োকেমেস্ট্ৰি/বোটানিতে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর অথবা এরসঙ্গে সম্পর্কিত বিভাগে ভালো অ্যাকাডেমিক রেকর্ড থাকা চাই

অভিজ্ঞতাঃ এসম্পর্কিত রিসার্সে ডেমনস্ট্ৰেটেড অভিজ্ঞতা থাকা প্ৰার্থীরা অগ্ৰাধিকার পাবেন।

বাছাই প্ৰক্ৰিয়াঃ প্ৰার্থীদের ২৭ মার্চ ২০২০ তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউর জন্য লাইফ সায়েন্স এবং বায়োইনফরমেটিক্স,আসাম ইউনিভার্সিটি,শিলচর-৭৮৮০১১,আসাম,ইন্ডিয়া এই ঠিকানায় দুপুর ১২ টার আগে উপস্থিত হতে হবে। তিন কপি বায়োডাটা ও অরিজিনাল সার্টিফিকেট সঙ্গে নেওয়া চাই।

আবেদনের প্ৰক্ৰিয়াঃ আগ্ৰহী প্ৰার্থীদের নির্ধারিত প্ৰোফরমায় adtddt@gmail.com.-এর মাধ্যমে আবেদনপত্ৰ পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

শেষ তারিখঃ ২৭-০৩-২০২০

Details: Click here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অয়েল ইন্ডিয়া এইচএস স্কুল,দুলিয়াজান রিক্ৰুটমেন্ট ২০২০ ফর টিচার-ফাইন আর্টস

Next Story
সংবাদ শিরোনাম