Begin typing your search above and press return to search.

আসাম বিশ্ববিদ্যালয়ে গ্যাস্ট ফ্যাকাল্টি পদে চাকরি(বেতন-৫০.০০০টাকা)

আসাম বিশ্ববিদ্যালয়ে গ্যাস্ট ফ্যাকাল্টি পদে চাকরি(বেতন-৫০.০০০টাকা)

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  5 Dec 2019 1:35 PM GMT

গ্যাস্ট ফ্যাকাল্টি পদের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে চাকরি(বেতন ৫০,০০০ টাকা)

আসাম বিশ্ববিদ্যালয় গ্যাস্ট ফ্যাকাল্টি পদের জন্য যেকোনও স্নাতকোত্তর,এম.ফিল/পিএইচডি সম্পূর্ণ করা প্ৰার্থীদের জন্য চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা করেছে

পদের নামঃ গ্যাস ফ্যাকাল্টি

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনও স্নাতকোত্তর,এম.ফিল/পিএইচডি

খালি পদঃ ০১

বেতনঃ ৫০,০০০ টাকা প্ৰতি মাসে

অভিজ্ঞতাঃ ১-৫ বছর

চাকরির স্থানঃ শিলচর

ওয়াক ইন ডেটঃ ১১/১২/২০১৯

ঠিকানাঃ দ্য অফিস অফ দ্য হেড,ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস,আসাম ইউনিভার্সিটি,শিলচর-৭৮৮০১১

কপি দেওয়া হয়েছেঃ সব হেড অফ দ্য ডিপার্টমেন্টকে তাদের জানার ও বিষয়টি সার্কুলেট করার জন্য। হেড ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড সায়েন্স এবং হিউম্যানিটিসকে বলা হয়েছে বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট,নোটিশ বোর্ডে আপলোড করতে।

বাচাই প্ৰক্ৰিয়াঃ তালিকাভুক্ত প্ৰার্থীদেরই শুধু সাক্ষাৎকারে ডাকার বিষয়টি বিবেচনা করা হবে এবং সাক্ষাৎকারের পারফরম্যান্সের ভিত্তিতেই বাছাই করা হবে প্ৰার্থী।

টু অ্যাপ্লাইঃ নির্ধারিত আবেদনপত্ৰ যথাযথভাবে পূরণ করে এবং সব সাপোর্টিং ডকুমেন্টের অ্যাটাস্টেট কপি সহ উপযুক্ত প্ৰার্থীদের ওয়াক ইন-ইনটারভিউতে উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারে হাজির হওয়ার জন্য কোনও টিএ/ডিএ দেওয়া হবে না। ওয়াক-ইন-ইনটারভিউ অনুষ্ঠিত হবে ১১-১২-২০১৯ তারিখে দুপুর ১২.৩০ মিনিটে,নং. ১০২/২/২০১৯-ইএসডব্লিউ।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড-এ নিয়োগ,২০১৯

Next Story
সংবাদ শিরোনাম