Begin typing your search above and press return to search.

অসমিয়া ছবি ‘আমিষ’ ছবিঘরে মুক্তি পাচ্ছে ২২ নভেম্বর

অসমিয়া ছবি ‘আমিষ’ ছবিঘরে মুক্তি পাচ্ছে ২২ নভেম্বর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 Oct 2019 8:21 AM GMT

বলিউডের খ্যাতনামা প্ৰযোজক এবং ডিরেক্টর অনুরাগ কাশ্যপ মঙ্গলবার ঘোষণা করেছেন আসছে নভেম্বরে তিনি অসমিয়া ছবি ‘আমিষ’ ছবিঘরে উপস্থাপন করছেন। চিত্ৰ নির্মাতা তাঁর অফিশিয়াল ইনস্টাগ্ৰাম হ্যান্ডেলের মাধ্যমে একথা ঘোষণা করে অসমিয়া ছবি আমিষ দেখার জন্য চিত্ৰামোদিদের প্ৰতি ভিডিও ক্লিপে আবেদন জানিয়েছেন। ছবিটি মুক্তি পাচ্ছে ২২ নভেম্বর। তিনি বলেছেন,‘

ভারতে আমিষ-এর মতো ছবি আপনি আর দেখেননি’।

সারা দেশের ছবিঘরে স্বতন্ত্ৰ ছবি উপস্থাপনে কাশ্যপের একটা আলাদা খ্যাতি রয়েছে। এই প্ৰথম উত্তর পূর্বের প্ৰেক্ষাপট নিয়ে ছবি উপস্থাপন করছেন তিনি। আমিষের কাহিনি লিখেছেন এবং পরিচালনা করেছেন চলচ্চিত্ৰ নির্মাতা ভাস্কর হাজরিকা যিনি অনুরাগের মতে ‘অকুতোভয় এবং কাহিনি এমনভাবেই লিখেছেন যা সত্যিই অনবদ্য। ভাস্করের প্ৰথম ছবি ‘কথানদী’ ২০১৬ সালে জাতীয় পুরস্কার পেয়েছিল। ছবিতে প্ৰথমবার অভিনয় করেছেন লিমা দাস এবং অর্ঘ্যদীপ বরুয়া। এছাড়াও অভিনয়ে রয়েছেন নিতলি দাস,সাগর সৌরভ এবং মানস কে দাস। উইসবেরি ফিল্মসের সহযোগিতায় প্ৰযোজনা করেছেন পুনম দেওল এবং শ্যাম বরা। চলতি বছরের গোড়াতে নিউ ইয়র্কের ট্ৰিবেকা চলচ্চিত্ৰ উৎসবে ছবিটি প্ৰদর্শন করা হয় এবং ওখানে শ্ৰেষ্ঠ ছবি সহ এটি পঞ্চম ক্যাটেগরি হিসেবে মনোনীত হয়। সদ্য সমাপ্ত সিঙ্গাপুর দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবে আমিষ দুটো পুরস্কার লাভ করে। সেরা ডিরেক্টর হন ভাস্কর হাজরিকা এবং সেরা অভিনেত্ৰীর সম্মান পান লিমা দাস।

লেখক এবং নির্দেশক ভাস্কর হাজরিকা বলেন,‘অনুরাগ কাশ্যপ ছবিটি উপস্থাপন করায় আমাদের গোটা টিমের স্বপ্ন সাকার হলো। অনুরাগের একটা স্বকীয় দৃষ্টিভঙ্গি রয়েছে এবং তাঁর সমর্থনের দৌলতে ‘আমিষ’ নিশ্চিতভাবে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হবে’। ২২ নভেম্বর অসম ও দেশের নির্বাচিত কিছু স্থানে আমিষ মুক্তি লাভ করবে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমের প্ৰথম পরিচ্ছন্ন ও সবুজ গ্ৰাম বরপেটা জেলার বেলোনা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Five coal laden truck seized in oil town Digboi

Next Story
সংবাদ শিরোনাম