অসমিয়া ছবির অভিনেতা রবি শর্মা যোগ দিলেন বিজেপিতে

অসমিয়া ছবির অভিনেতা রবি শর্মা যোগ দিলেন বিজেপিতে

গুয়াহাটিঃ অসমিয়া ছবির প্ৰখ্যাত অভিনেতা রবি শর্মা শুক্ৰবার ভারতীয় জনতা পার্টিতে(বিজেপি)যোগ দিয়েছেন। জিএমসিএইচ-এর অডিটরিয়ামে রাষ্ট্ৰীয় পর্যায়ের নেতাদের উপস্থিতিতে শর্মা বিজেপিতে যোগ দেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে এদিনের সভায় বিজেপিতে যোগদানকারী শর্মাই একা নন,অনসুমিতা গগৈ নামে আরও একজন যোগ দিয়েছেন। অনসুমিতা গগৈ পেশায় একজন দন্ত চিকিৎসক। অসমে গত কয়েক বছর ধরে চলা এপিএসসি-কেলেংকারি ফাঁসের আড়ালে থাকা মূল ব্যক্তি ড. অনসুমিতা গগৈ। এপিএসসির ২০১৩ ব্যাচের দুর্নীতিপূর্ণ নিয়োগের তথ্য ফাঁসের পিছনে তিনিই ছিলেন মূল ব্যক্তি,যা ঘটেছিল রাকেশ পাল ও কমিশনের অন্যান্য কর্মকর্তাদের অধীনে। অনসুমিতা গগৈ অত্যন্ত সাহসের সঙ্গে ডিব্ৰুগড় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এই বিশাল কেলেংকারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্ৰেক্ষিতেই পুলিশ ফাঁদ পাতে এবং নবকান্ত পাটিরকে হাতে নাতে ধরে ফেলে। পাটির এপিএসসিতে নিয়োগ সংক্ৰান্ত ডিলিঙের মূল মিডলম্যান ছিলেন।

রবি শর্মা এবং অনসুমিতা আজ শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে বিজেপিতে যোগদানের কথা নিশ্চিত করেন। চৌহান বর্তমানে মধ্যপ্ৰদেশ রাজ্য বিধানসভার সদস্য পদে বহাল রয়েছেন। ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত শিবরাজ সিং চৌহান মধ্যপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী ছিলেন।

অসমে বিজেপি যথেষ্ট ভাল কাজ করছে এবং মানুষের মধ্যে জনপ্ৰিয়তা অর্জনে সক্ষম হয়েছে। রবি শর্মার মতো জনপ্ৰিয় ব্যক্তি দলে শামিল হওয়ায় দলের ক্ষমতা ও শক্তি আরও বৃদ্ধি পাবে এমনটাই আশা করা হচ্ছে। এর আগে রাজ্যের আরও এক জনপ্ৰিয় চলচ্চিত্ৰ ও মঞ্চাভিনেতা যতীন বরা এই জাতীয় রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। এদিকে প্ৰখ্যাত অভিনেত্ৰী আঙুরলতা ডেকা ইতিমধ্যেই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। বটদ্ৰবার বিধায়ক হিসেবে সক্ৰিয় ভূমিকা পালন করে চলেছেন আঙুরলতা।

অভিনেতা রবি শর্মা হিয়া দিয়া নিয়া,নায়ক,কাকা দেউতার ঘর জোয়াই,তুমি আহিবানে ইত্যাদি ছবিতে অভিনয়ের সুবাদে যথেষ্ট নাম কুড়িয়েছেন।

এর আগে অসমের কংগ্ৰেস সাংসদ সঞ্জয় সিং কংগ্ৰেস এবং রাজ্যসভার সদস্য পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com