২০ শতাংশ বোনাসের দাবিতে টিংরাই চারিয়ালিতে আটসার সড়ক অবরোধ

২০ শতাংশ বোনাসের দাবিতে টিংরাই চারিয়ালিতে আটসার সড়ক অবরোধ

দুলিয়াজানঃ অসম চা উপজাতি ছাত্ৰ সংস্থা(আটসা)দুর্গা পুজোর আগে চা বাগান কর্মীদের জন্য ২০ শতাংশ বোনাসের দাবিতে শুক্ৰবার সকালে ডিব্ৰুগড় জেলার টিংরাই চারিয়ালিতে সড়ক অবরোধ করে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে ডিব্ৰুগড় জেলা প্ৰশাসন চা বাগান কর্মীদের ২০ সেপ্টেম্বরের মধ্যে পুজো বোনাস দেওয়ার জন্য বাগান মালিকদের বলেছে। গত ২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় এক ত্ৰিপাক্ষিক বৈঠকে ৫ সেপ্টেম্বরের মধ্যে বোনাসের পরিমাণ ঘোষণা করতেও বাগান মালিকদের বলা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় দত্ত ওই বৈঠকে পৌরোহিত্য করেছিলেন।

নগদ বোনাস দেওয়ার পুরনো প্ৰথার বদলে চা শ্ৰমিকদের বোনাসের অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্ৰ্যান্সফার করতে চা উদ্যোগগুলিকে অনুরোধ করা হয়েছে।

১৯৬৬ সালের বোনাস আইন মতে ন্যূনতম বোনাসের পরিমাণ হচ্ছে ৮.৩৩ শতাংশ এবং সর্বোচ্চ ২০ শতাংশ। স্থায়ী ও সাময়িক কর্মী যারা কমপক্ষে ৩০ দিন কাজ করেছেন তারা সবাই বোনাস পাওয়ার যোগ্য।

‘আমরা বাগান মালিকদের পুজো বোনাসের শতাংশের পরিমাণ ৫ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করার অনুরোধ জানিয়েছি। ২০ সেপ্টেম্বরের মধ্যে বোনাসের টাকা মিটিয়ে দিতেও তাদের বলা হয়েছে,যাতে শ্ৰমিকরা পুজোর কেনাকাটা করতে পারেন। কোনওরকম ইস্যু ছাড়া বোনাস প্ৰক্ৰিয়া সম্পন্ন করা হোক-আমরা সেটাই চাই’-বলেন ডিব্ৰুগড়ের সহকারী শ্ৰম কমিশনার কনপাই দাস।

এদিকে প্ৰাক্তন ডোনার মন্ত্ৰী পবন সিং ঘাটোয়ার এবং অসম চা মজদুর সংঘের সভাপতি বৃহস্পতিবার ডিব্ৰুগড়ে এক সাংবাদিক সম্মেলনে এবছর চা শ্ৰমিকদের সর্বোচ্চ ২০ শতাংশ বোনাস দেওয়ার জন্য চা উদ্যোগগুলির প্ৰতি আহ্বান জানিয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Four Forest Personnel killed in Sivasagar Road Accident

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com