নয়াদিল্লিঃ শতাব্দী পুরনো অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদের বিতর্কিত ২.৭৭ একর জমি মামলা নিয়ে আজ চূড়ান্ত রায় দিয়েছে সুপ্ৰিমকোর্ট। বহু প্ৰতীক্ষিত এই বিতর্কিত মামলার রায় ঘিরে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করে তোলা হয়েছে। বিশেষ করে মন্দির শহর উত্তর প্ৰদেশকে নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছে প্ৰশাসন।
সুপ্ৰিমকোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ টানা ৪০ দিন এই মামলার শুনানি গ্ৰহণ শেষে রায়দান স্থগিত রেখেছিল তবে আজ সুপ্ৰিমকোর্টের রায়ে বলা হয়েছে,বিতর্কিত জমিতে রাম মন্দির হবে। মুসলিমদের জন্য পৃথকভাবে পাঁচ একর জমি বরাদ্দ করা হবে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বান্ধবীকে অন্তঃসত্ত্বা করে ও খুনের অভিযোগে গ্ৰেপ্তার বিবাহিত ব্যক্তি
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: CM Sonowal inaugurates National Livestock and Poultry Show 2019