অযোধ্যা মামলার রায়কে হার জিত হিসেবে কারো দেখা উচিত নয়ঃ মোদি

অযোধ্যা মামলার রায়কে হার জিত হিসেবে কারো দেখা উচিত নয়ঃ মোদি

নয়াদিল্লিঃ সম্মানীয় দেশের সুপ্ৰিম কোর্ট বিতর্কিত অযোধ্যা মামলা নিয়ে শনিবার চূড়ান্ত রায় দান করেছে। তবে এই রায়কে জয় অথবা হার হিসেবে দেখা কারোই উচিত নয়। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি শনিবার এক ফেসবুক পোস্টে একথা বলেন।

মোদি আরও বলেছেন,এটা ‘রাম ভক্তি অথবা রহিম ভক্তি’ যাই বলুন না কেন,আসলে এটা আমাদের রাষ্ট্ৰভক্তির ভিত্তিকেই শক্তিশালী করেছে’।

‘শান্তি ও সম্প্ৰীতি যে কোনও মূল্যে বজায় রাখাই বড় কথা’-ফেসবুক পোস্টে উল্লেখ করেন মোদি।

অযোধ্যা নিয়ে সুপ্ৰিম কোর্টের এই রায় উল্লেখযোগ্য হওয়ায় কারণঃ যে কোনও বিরোধ,বিতর্ক আইনের পথে থেকে পারস্পরিকভাবে সমাধান করা যে সম্ভব এই রায় তার ওপরই আলোকপাত করেছে। স্বাধীনতা,স্বচ্ছতা এবং আমাদের বিচার ব্যবস্থার দূরদর্শিতাকেই প্ৰতিপন্ন করেছে এই রায়। রায়ে এটা স্পস্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আইনের চোখে প্ৰত্যেকেই সমান।

কয়েক দশক ধরে চলা এই মামলার পারস্পরিকভাবে গ্ৰহণযোগ্য সমাধানে পৌঁছনো যে সম্ভব সুপ্ৰিম কোর্টের রায় তাই সূচিত করেছে।

প্ৰতিটি পক্ষ,প্ৰতিটি সংগঠনের মতামত গ্ৰহণ ও তাদের পর্যাপ্ত সময় ও সু্যোগ দিয়ে এবং আগাগোড়া খতিয়ে দেখে সুপ্ৰিমকোর্ট এই ঐতিহাসিক রায় দিয়েছে। তাই এই রায় নিঃসন্দেহে দেশের বিচার প্ৰক্ৰিয়ার প্ৰতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

দেশের ১৩০ কোটিরও বেশি মানুষ এই রায় দানকালে শান্তি ও সম্প্ৰীতি বজায় রেখে এক অভূতপূর্ব নিদর্শন তুলে ধরেছেন। শান্তিপূর্ণ সহাবস্থানের পরম্পরাকে তুলে ধরেছেন ঊর্ধ্বে। এই রায় প্ৰত্যেক ভারতীয়কে ভারতীয়ত্ববোধে অনুপ্ৰাণিত করবে বলে আশা করা যায়

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Pradesh Congress Committee (APCC) Welcomes Supreme Court Verdict in Ayodhya Dispute Case

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com