Begin typing your search above and press return to search.

বৈশ্য ও তাসা রাজ্যসভায় নির্বাচিত

বৈশ্য ও তাসা রাজ্যসভায় নির্বাচিত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 Jun 2019 7:10 AM GMT

গুয়াহাটিঃ অসম গণ পরিষদ(অগপ)দলের বীরেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্য এবং বিজেপি প্ৰার্থী কামাখ্যা প্ৰসাদ তাসা উভয়েই শুক্ৰবার অসম থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। রাজ্যসভায় খালি হতে যাওয়া অসমের দুটো আসনের নির্বাচন হবার কথা ছিল আগামি ৭ জুন। কিন্তু দুটো আসনে মাত্ৰ দুজন প্ৰার্থী মনোনয়ন দাখিল করায় এবং শুক্ৰবার বিকেল ৩টায় মনোনয়ন প্ৰত্যাহারের সময় পেরিয়ে যাওয়ায় নির্বাচনের আর প্ৰয়োজন পড়েনি। দুটো আসনে উভয় প্ৰার্থীর কোনও প্ৰতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রিটার্নিং অফিসার এএন ডেকা উচ্চ সদনের সদস্য হিসেবে বৈশ্য ও তাসাকে নির্বাচিত ঘোষণা করেন। বৈশ্য উচ্চ সদনে নির্বাচিত হওয়া সম্পর্কে সংসদ বিষয়ক মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি,অগপ সভাপতি অতুল বরা ও কার্যনির্বাহী সভাপতি কেশব মহন্তর উপস্থিতিতে রিটার্নিং অফিসারের কাছ থেকে ইতিমধ্যেই সার্টিফিকেট পেয়ে গেছেন।

তাসা বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন। তাই রাজ্যসভার ছাড়পত্ৰ পরে তাঁর হাতে তুলে দেওয়া হবে। বৈশ্য আগে কেন্দ্ৰীয় মন্ত্ৰী ও রাজ্যসভার সদস্যও ছিলেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে টিকিট দেয়নি। তবে দল তাঁকে রাজ্যসভার প্ৰার্থী হিসেবে দাঁড় করায় এবং তিনি সফলও হন।

Next Story
সংবাদ শিরোনাম