বরনগর কলেজ,সরভোগ রিক্ৰুটমেন্ট ২০২০

বরনগর কলেজ,সরভোগ রিক্ৰুটমেন্ট ২০২০
বরনগর কলেজ সরভোগ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর পদে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে।
পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(ইতিহাস,ইকনোমিক্স,কেমেস্ট্ৰি )
পদের সংখ্যাঃ ০৩
বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত ৩৮ বছরের বেশি নয়। এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীদের ক্ষেত্ৰে ৫ বছর এবং ওবিসি/এমওবিসি প্ৰার্থীর ক্ষেত্ৰে ৩ বছর ছাড় থাকছে।
শিক্ষাগত যোগ্যতাঃ পদগুলির জন্য ভালো শিক্ষাগত যোগ্যতা থাকা চাই। প্ৰাসঙ্গিক বিষয়ে যেকোনও স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা সমপর্যায়ের পরীক্ষায় ৫৫ শতাংশ মার্ক থাকতে হবে। স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সমপর্যায়ের ডিগ্ৰিও চলবে। প্ৰার্থীদের ন্যাশনাল ইলিজিবিলিটি টেস্ট(নেট)উত্তীর্ণ হতে হবে যা ইউজিসি সিএসআইআর দ্বারা পরিচালিত অথবা ইউজিসি স্বীকৃতি শ্লেট/সেট ইত্যাদি ক্লিয়ার হতে হবে।
ইউজিসির(মিনিমাম স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্ৰসিডিউর ফর অ্যাওয়ার্ড অফ পিএইচডি ডিগ্ৰি)রেগুলেশন,২০০৯ অনু্যায়ী যে সব প্ৰার্থীদের পিএইচডি ডিগ্ৰি রয়েছে তাদের ন্যূনতম যোগ্যতার শর্ত নেট/শ্লেট/সেট ইত্যাদি থেকে রেহাই দেওয়া হবে,অধ্যাপক অথবা সমপর্যায়ের পদে নিয়োগের জন্য।
নোটঃ প্ৰার্থীদের স্থানীয় ভাষা জানতে হবে এবং সেইসঙ্গে থাকতে হবে স্থায়ী বাসিন্দার প্ৰমাণপত্ৰ(পিআরসি)।চাকরিতে থাকা প্ৰার্থীরা প্ৰপার চ্যানেলের মাধ্যমে আবেদন করতে পারবেন
কিভাবে আবেদন করবেনঃ ২১-০২-২০২০ তারিখে এই বিজ্ঞাপন প্ৰকাশের ১৫ দিনের মধ্যে প্ৰিন্সিপাল,বরনগর কলেজ,সরভোগ-এ আবেদনপত্ৰ পৌঁছতে হবে। আবেদনপত্ৰের সঙ্গে ২০০০ টাকার ব্যাংক ড্ৰাফট(অফেরৎযোগ্য)প্ৰিন্সিপাল,বরনগর কলেজ,সরভোগ-এর অনুকূলে পেয়েবল অ্যাট স্টেট ব্যাংক সরভোগ ব্ৰাঞ্চ পাঠাতে হবে।
শেষ তারিখঃ ০৮-০৩-২০২০
Details: Click here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ১৫১ বেইস হসপিটাল গুয়াহাটি রিক্ৰুটমেন্ট ২০২০