Begin typing your search above and press return to search.

ব্যাঘ্ৰ শাবকের নাম হিমা রেখে স্বর্ণ কন্যা হিমা দাসকে সম্মানিত করলো বেঙ্গালুরু বায়োলজিক্যাল পার্ক

ব্যাঘ্ৰ শাবকের নাম হিমা রেখে স্বর্ণ কন্যা হিমা দাসকে সম্মানিত করলো বেঙ্গালুরু বায়োলজিক্যাল পার্ক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 July 2019 1:18 PM GMT

বেঙ্গালুরুঃ আজ আন্তর্জাতিক ব্যাঘ্ৰ দিবসে অসমের সোনার মেয়ে হিমা দাসকে বিশেষ কায়দায় সম্মানিত করলো বেঙ্গালুরু বায়োলজিক্যাল পার্ক একটি ব্ৰ্যাঘ্ৰ শাবকের হিমা নামকরণ করে। ২০১৮ সালে এশিয়ান গেমসে হিমা দাস সোনা জেতায় বেঙ্গালুরুর বানেরঘাট্টা বায়োলজিক্যাল পার্ক ভারতের স্প্ৰিন্ট কুইন হিমাকে এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেয়। হিমা দাসকে সম্মান জানাতে তারা পার্কে ছয় মাস বয়সী বাঘিনী শাবকটির নাম রাখে ‘হিমা’। ট্ৰ্যাকে উল্লেখযোগ্য পারফরম্যান্সের জন্য একজন ভারতীয় অ্যাথলিটকে এভাবে স্বীকৃতি ও সম্মান জানানোর বিষয়টি বাস্তবিকই বিশেষ মর্যাদার দাবি রাখে।

২৮ জুলাই বায়োলজিক্যাল পার্কের সাফারি এলাকায় দর্শকদের সামনে ব্যাঘ্ৰ শাবকটি প্ৰথম বার দর্শকদের সামনে হাজির করানো হয়। এদিন আরও তিনটি পুরুষ ও ৫টি স্ত্ৰী বাঘের সঙ্গে শাবকটিকে দেখা গেছে। এবার বিশেষ গুরুত্ব ও উদ্দীপনার সঙ্গে ভারতেও আন্তর্জাতিক ব্ৰ্যাঘ্ৰ দিবস পালিত হচ্ছে। বিলুপ্ত প্ৰায় প্ৰজাতির জীবজন্তুদের গুরুত্ব সম্পর্কে দর্শকরা যাতে বুঝতে ও অনুধাবন করতে পারেন তার জন্য উদ্যান কর্তৃপক্ষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এদিন। এর আগে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানের বিশেষ অধ্যায়ে ভারতের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির অংশগ্ৰহণের বিষয়টি ভাইরাল হয়েছে। ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানে প্ৰধানমন্ত্ৰী মোদিকে অনুষ্ঠানের উদ্যোক্তা তথা দুঃসাহসিক অভিযানকারী বিয়ার গ্ৰিলসের সঙ্গে দেখা যাবে। উত্তরাখণ্ডের জিম করবেট রাষ্ট্ৰীয় উদ্যানে গ্ৰিলসের সঙ্গে এই শোতে দেখা যাবে মোদিকে।

মোদি বলেছেন,ভারতে বর্তমানে ৩০০০ বাঘ রয়েছে। তাই এই বাঘেদের সংরক্ষণে ব্যবস্থা চাঙ্গা করে তুলতে দেশের পদক্ষেপ নেওয়া উচিত। উল্লেখ্য,কর্নাটকে বাঘের সংখ্যা ৪০৬টি। যা বর্তমানে দেশের মধ্যে সর্বাধিক। ২৯ জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্ৰ দিবস পালনের প্ৰধান কারণ ও উদ্দেশ্য হচ্ছে বিশ্বজুড়ে বিলুপ্ত হতে যাওয়া এই প্ৰজাতির সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে তোলা এই মুহূর্তে একান্ত প্ৰয়োজন। বর্তমানে সারা বিশ্বেই বাঘের সংখ্যা তলানিতে এসে ঠেকেছে।

ক্ৰীড়াবিদ হিমা দাসকে এধরনের সম্মান জানানো এটাই প্ৰথম নয়। এর আগে ভারতের প্ৰাক্তন ক্ৰিকেট অধিনায়ক মহেন্দ্ৰ সিং ধোনি এবং মহিলা ক্ৰিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজকে এধরনের সম্মান দেওয়া হয়েছে। বানেরঘাট্টা রেসকিউ সেন্টার এর আগে ধোনি ও মিতালির নামে দুটো ভালুকের নামকরণ করেছিল।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাষ্ট্ৰপতি,প্ৰধানমন্ত্ৰীর শুভেচ্ছায় কৃতজ্ঞ হিমা,আরও পদক জয়ের আশ্বাস স্বর্ণ কন্যার

Next Story
সংবাদ শিরোনাম