জাগিরোডঃ বিজেপি শুক্ৰবার জাগিরোডে এক শান্তি মিছিল বের করে। একই সঙ্গে নাগরিক সংশোধনী আইনের(ক্যা)বিরুদ্ধে প্ৰতিবাদ সমাবেশের আয়োজন করে আসু ও ৩০টি জাতীয় সংগঠন। বিজেপি-র শান্তি সমাবেশে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল অভি্যোগ করেন,সম্প্ৰতি সিএএ-র বিরুদ্ধে আসু এবং অন্যান্য সংগঠনের আয়োজিত প্ৰতিবাদ মিছিলের সফর যে সব সমাজবিরোধী কার্যকলাপ হায়েছে তার পিছনে কংগ্ৰেস ও মাওবাদী সংগঠনগুলির হাত রয়েছে।
সোনোয়াল উল্লেখ করেন,আন্দোলনের নামে যারা জনপ্ৰতিনিধিদের হেনস্তা এবং সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করা হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন,বর্তমান কেন্দ্ৰের নরেন্দ্ৰ মোদি সরকার ‘অসমিয়া মানুষের সাংবিধানিক রক্ষাকবচের ব্যবস্থা করবে। এই সমাবেশে রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,জলসম্পদ মন্ত্ৰী কেশব মহন্ত,কৃষিমন্ত্ৰী তথা অগপ সভাপতি অতুল বরা,রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিৎ দাস,নগাঁওয়ের বিধায়ক রূপক শর্মা,মরিগাঁওয়ের বিধায়ক রমাকান্ত দেউরি ও অন্যান্যরা অংশগ্ৰহণ করেন।
অন্যদিকে ক্যা-র বিরুদ্ধে এখানে আয়োজিত আসু ও অন্যান্য ৩০টি সংগঠনের প্ৰতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন প্ৰবীণ সাংবাদিক অদীপ কুমার ফুকন,অসম উন্নতি সভার সভাপতি প্ৰতিভা দেওরাজা,অগপর মরিগাঁও জেলা শাখার সভাপতি দিলীপ মজুমদার,সিদারাম দেউরি,বরিষ্ঠ নাগরিক মুনীন বরঠাকুর এবং অন্যান্যরা। নেতারা সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন রাজ্য সরকার ও নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় সরকারের কঠোর ভাষায় সমালোচনা করেন। তারা বিতর্কিত আইনটির বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে কংগ্ৰেসই রাজ্যে ডিটেনশন ক্যাম্প স্থাপন করেছিলঃ তরুণ গগৈ
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Mime Artist & Cotton University Student Ebraham Khalil staged protest against CAA in Guwahati