ভাষা ওজা হেমচন্দ্ৰ বরুয়া পুরস্কারে সম্মানিত অনুরাধা শর্মা পূজারী

ভাষা ওজা হেমচন্দ্ৰ বরুয়া পুরস্কারে সম্মানিত অনুরাধা শর্মা পূজারী
Published on

গোলাঘাটঃ বিশিষ্ট ঔপন্যাসিক এবং সাহিত্যিক অনুরাধা শর্মা পূজারীকে মর্যাদাসম্পন্ন ভাষা ওজা হেমচন্দ্ৰ বরুয়া সাহিত্য বটা(পুরস্কার)দিয়ে সম্মানিত করেছে দেরগাঁও সাহিত্য সভা। দেরগাঁওয়ের চন্দ্ৰনাথ খাউন্ড ভবনে রবিবার সাহিত্যসভার তরফে আয়োজিত এক অনুষ্ঠানে পূজারীকে ওই সম্মানে ভূষিত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্মৃতি তর্পণ করেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অসমিয়া বিভাগের অবসরপ্ৰাপ্ত প্ৰধান অধ্যাপক ড.নগেন ঠাকুর। অনুষ্ঠান পরিচালনা করেন অসমীয়া চলচ্চিত্ৰের বিশিষ্ট প্ৰয়োজক এবং লেখক নুরুল সুলতান। মর্যাদাসম্পন্ন ভাষা ওজা হেমচন্দ্ৰ বরুয়া সাহিত্য বটা গ্ৰহণ করে সন্তোষ ব্যক্ত করেন অনুরাধা শর্মা পূজারী। ‘বিদ্যালয়ের পাঠ্যবইয়ে হেমচন্দ্ৰ বরুয়া সম্পর্কে তথ্যাদি সন্নিবিষ্ট করা উচিত আমাদের’। অনুরূপভাবে ড.নগেন ঠাকুর বলেন,হেমচন্দ্ৰ শুধু জয়ন্ত বরুয়া অথবা কোনও পরিবারের সম্পত্তি ছিলেন না। তিনি ছিলেন অসম ও অসমিয়া মানুষের সম্পত্তি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com