Begin typing your search above and press return to search.

গুয়াহাটিতে গ্ৰেনেড বিস্ফোরণের মূল অভিযুক্ত বিজয় অসম পুলিশের জালে

গুয়াহাটিতে গ্ৰেনেড বিস্ফোরণের মূল অভিযুক্ত বিজয় অসম পুলিশের জালে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 May 2019 7:50 AM GMT

গুয়াহাটি/ডিগবয়ঃ গুয়াহাটিতে ১৫ মে নিরাপত্তা বাহিনীকে তাক করে গ্ৰেনেড বিস্ফোরণ ঘটানোর পর ঘটনার মূল অভি্যুক্ত বিজয় অসম পুলিশের চোখে ধুলে দিয়ে পালিয়ে গিয়েছিল। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তিনসুকিয়া জেলার তালাপ পুলিশ ফাঁড়ির ডাঙরি এলাকায় পুলিশের জালে আটকা পড়ে বিজয় অসম। তদন্তকারীরা দৃঢ়তার সঙ্গে এই মত ব্যক্ত করেছেন যে গুয়াহাটির আরজি বরুয়া রোডে সেণ্ট্ৰাল মলের কাছে নিরাপত্তা রক্ষীদের তাক করে প্ৰকৃতার্থে বিজয়ই গ্ৰেনেড ছুঁড়ে মেরেছিল।

পুলিশ সূত্ৰের মতে,পুলিশ বিজয়কে ধরতে তক্কে তক্কে ছিল। তবে প্ৰতি মুহূর্তেই স্থান পাল্টাচ্ছিল বিজয়। বিজয়কে ধরতে পুলিশ বাহিনীর নেতৃত্ব দেন তিনসুকিয়া হেডকোয়ার্টারের ডিএসপি বিতুল চেতিয়া। পুলিশের মতে,গুয়াহাটিতে গ্ৰেনেড হামলা চালানোর জন্য বিজয় পাঞ্জাবাড়িতে প্ৰাণময় রাজগুরু ও জাহ্নবী শইকিয়ার ভাড়া বাড়িতে আশ্ৰয় নিয়েছিল। পুলিশ ওই বাড়িতে হানা দেওয়ার কিছুক্ষণ আগেই বিজয় অসম ওই বাড়ি থেকে পালিয়ে যায়।

গুয়াহাটিতে গ্ৰেনেড বিস্ফোরণের ঘটনায় বিজয় অসম সহ এই পর্যন্ত ছয় ব্যক্তিকে গ্ৰেপ্তার করা হলো। এই ঘটনায় ধৃত অন্যান্য পাঁচজন হলো জাহ্নবী শইকিয়া,প্ৰাণময় রাজগুরু,চিন্ময় লহকর,ইন্দ্ৰমোহন বরা ও অমিত বল্লভ গোস্বামী।

Next Story
সংবাদ শিরোনাম