Begin typing your search above and press return to search.

বিকালি কলেজ,ধুপধরা,গোয়ালপাড়া রিক্ৰুটমেন্ট ২০২০

বিকালি কলেজ,ধুপধরা,গোয়ালপাড়া রিক্ৰুটমেন্ট ২০২০

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Feb 2020 12:06 PM GMT

বিকালি কলেজ,ধুপধরা,গোয়ালপাড়া রিক্ৰুটমেন্ট ২০২০

বিকালি কলেজ,ধুপধরা,গোয়ালপাড়া অ্যাসিন্টেন্ট প্ৰফেসরের ৫টি পদে নিয়োগের জন্য এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে।

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(অসমিয়া,এডুকেশন,বোড়ো ভাষা)

পদের সংখ্যাঃ ৫[ইউআর-০২,এসটি(পি)০৩]

শিক্ষাগত যোগ্যতাঃ ইউজিসি-র(মিনিমাম স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্ৰসিডিউর ফর অ্যাওয়ার্ড অফ পিএইচডি ডিগ্ৰি)রেগুলেশন ২০০৯ অনু্যায়ী যে সব প্ৰার্থীর পিএইচডি ডিগ্ৰি রয়েছে তাদের ন্যূনতম যোগ্যতার শর্ত নেট/শ্লেট/সেট-এর প্ৰয়োজনীয়তা থেকে ছাড় দেওয়া হবে।

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত ৩৮ বছরের বেশি নয় এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীর ক্ষেত্ৰে ৫ বছর রেহাই থাকছে।

কিভাবে আবেদন করবেনঃ আবেদনের সঙ্গে ২০০০ টাকার ডিমান্ড ড্ৰাফট(অফেরৎযোগ্য)প্ৰিন্সিপাল,বিকালি কলেজ,পেয়েবল অ্যাট ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ধুপধরা ব্ৰাঞ্চ ১২-০২-২০২০ তারিখ বিজ্ঞাপন প্ৰকাশের ১৫ দিনের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছতে হবে।

বিশেষ দ্ৰষ্টব্যঃ প্ৰার্থীদের পিআরসি থাকতে হবে এবং স্থানীয় ভাষাও জানা চাই। কর্মরত প্ৰার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি সংগ্ৰহ করে প্ৰপার চ্যানেলে আবেদন করতে পারবেন।

ঠিকানাঃ প্ৰিন্সিপাল অ্যান্ড সেক্ৰেটারি,বিকালি কলেজ,ধুপধরা,পিও-ধুপধরা,জেলা-গোয়ালপাড়া,আসাম,পিন-৭৮৩১২৩

শেষ তারিখঃ ০৬-০৩-২০২০

Details: Click Here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ মেগা মিশন সোসাইটি-মুখ্যমন্ত্ৰী সমগ্ৰ গ্ৰাম্য উন্নয়ন্যোজনা রিক্ৰুটমেন্ট ২০২০

Next Story