২৪ মে মুক্তি পাচ্ছে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির আত্মজীবনীমূলক ছবি

২৪ মে মুক্তি পাচ্ছে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির আত্মজীবনীমূলক ছবি
Published on

গুয়াহাটিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির আত্মজীবনীমূলক ছবি আগামি ২৪ মে মুক্তি পাচ্ছে। ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পরই ছবিটি মুক্তি পাবে বলে জানান ছবির নির্মাতা। প্ৰধানমন্ত্ৰী মোদির আত্মজীবনীমূলক ছবি ‘Prime minister Narendra Modi’ গত ১১ এপ্ৰিল মুক্তি পাওয়ার কথা ছিল যদিও নির্বাচন কমিশন স্থগিত রাখে ছবির মুক্তি। ছবিটি আমেরিকা,ব্ৰিটেন,কানাডা,অস্ট্ৰেলিয়া সহ ৩৮টি দেশে রিলিজ করা হবে বলে এর আগে জানানো হয়েছিল।

মোদির আত্মজীবনীমূলক এই ছবিটি লোকসভা নির্বাচনের আগে ৩টি ভাষায় অর্থাৎ হিন্দি,তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পাওয়ার কথা ছিল। এরপর ৫ এপ্ৰিল ছবিটি রিলিজ করার কথা থাকলেও বিভিন্ন বিতর্কের জন্য তা পিছিয়ে যায়।

নির্বাচন কমিশন গত মাসে লোকসভা নির্বাচনের জন্য ছবিটির মুক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা চাপায়। ছবির প্ৰযোজক সন্দীপ সিং বলেন,ছবিটি সবার কাছে গ্ৰহণযোগ্য হবে বলে তিনি আশা করছেন।

তিনি বলেন,২৪ মে ছবিটি মুক্তি পাচ্ছে। তাই ছবির প্ৰচারে মাত্ৰ ৪ দিন সময় পাওয়া যাবে।

ছবির মুখ্য চরিত্ৰে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। অন্যান্য শিল্পীরা হলেন বমান ইরানি,মনোজ যোশি,প্ৰশান্ত নারায়ানাম,জারিনা ওয়াহাব,বরখা সেনগুপ্তা ও দর্শন কুমার। ছবির পরিচালক ওমঙ্গ কুমার।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com