বিশ্বের দ্ৰুততম ক্ৰিকেটার হিসেবে ১১ হাজারি ক্লাবে নাম লেখালেন বিরাট কোহলি

বিশ্বের দ্ৰুততম ক্ৰিকেটার হিসেবে ১১ হাজারি ক্লাবে নাম লেখালেন বিরাট কোহলি

ম্যাঞ্চেস্টারঃ ভারতীয় ক্ৰিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সাফল্যের মুকুটে আরও একটি পালক জুড়লো। রবিবার ম্যাঞ্চেস্টারে চিরপ্ৰতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে একদিনের ফরম্যাটে ১১ হাজার রান অতিক্ৰম করে বিশ্বের দ্ৰুততম ক্ৰিকেটারের সম্মান অর্জন করলেন কোহলি। মোট ২২২টি ইনিংস খেলে কোহলি কিংবদন্তি ক্ৰিকেটার মাস্টারব্লাস্টার শচিন তেন্ডুলকরকেও ছাপিয়ে গেছেন। তেন্ডুলকরকে ১১ হাজারি ক্লাবে পৌঁছতে খেলতে হয়েছিল ২৭৬টি ইনিংস।

ভারতের তৃতীয় ও বিশ্বের নবম ক্ৰিকেটার হিসেবে এই মাইলফলক অতিক্ৰম করলেন কোহলি। এরআগে ভারতের প্ৰাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ২৮৮ ইনিংস খেলে এই লক্ষ্য অতিক্ৰম করেছিলেন। অস্ট্ৰেলিয়া দলের প্ৰাক্তন অধিনায়ক রিকি পন্টিং ২৮৬ ইনিংস খেলে ১১ হাজারি ক্লাবে নাম লিখিয়েছিলেন। তাই একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে ১১ হাজার ক্লাবে নাম লেখানো ভারতীয় ক্ৰিকেটার শচিন তেন্ডুলকর ও সৌরভের পরে বিরাট কোহলি স্পর্শ করলেন এই মাইলফলক। একদিবসীয় ম্যাচে ১০ হাজার রান পূর্ণ করার সময়ই কোহলি বিশ্বের দ্ৰুততম ক্ৰিকেটারের কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

চলতি বিশ্বকাপে নটিংহামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় গ্ৰুপ স্টেজের ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল করে দেওয়া হয় একটি বলও না খেলা অবস্থায়। ফলে কোহলি একটা সু্যোগ হাতছাড়া করতে বাধ্য হন।

একদিবসীয় ম্যাচে রবিবার তাঁর ৫১তম অর্ধশত রান করেন ৫১ বলে। ওই সময়ে ভারত ৪ উইকেটে ৩০৫ রান দাঁড়িয়ে। ৪৬.৪ ওভারে খেলা গড়ানোর পর বৃষ্টি নামায় কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। এরপরই ভারতীয় দলের অধিনায়ক ৬২ বলে ৭১ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন।

একদিবসীয় ক্ৰিকেটে সর্বাধিক ১৮,৪২৬ রান করেছেন শচিন তেন্ডুলকর। দুনম্বরে রয়েছেন শ্ৰীলংকার কুমার সাঙ্গাকার। তাঁর রান হচ্ছে ১৪,২৩৪। কোহলি রয়েছেন নবম স্থানে। বর্তমান সময়ে তাঁর রানের পরিমাণ হলো ১১,০২০। সৌরভ গাঙ্গুলির রানের অঙ্ক ছিল ১১,৩৬৩। চিরবৈরী পাকিস্তানের বিরুদ্ধে রবিবার বিশ্বকাপের এই ম্যাচে ভারতীয় ক্ৰিকেটাররা দাপটের সঙ্গেই খেলেছেন। একদিবসীয় ক্ৰিকেটে দীর্ঘদিন পর লোকেশ রাহুল ভারতের পক্ষে ওপেনিং করলেন। রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের হাই প্ৰোফাইল ওপেনিং জুটি এই মুহূর্তে একসঙ্গে খেলতে পারছেন না শিখরের চোটাঘাতের জন্য।

তবে রাহুল রবিবারের ম্যাচে রিয়াজের বলে বাবর আজমের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৫৭ রানের একটা ঝকঝকে ইনিংস দলকে উপহার দেন। রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকান। ১১৩ বল খেলে ১৪০ রানের একটা অনবদ্য ইনিংস খেলেন রোহিত। ভারত এদিন ৫ উইকেটে শেষপর্যন্ত ৩৩৬ রানের একটা বড়সড় ইনিংস দাঁড় করায়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ৪০ ওভারে ৩০২ রানের টার্গেট দেওয়া হয়। কিন্তু পাকিস্তান ওই ৪০ ওভারে ৬ উইকেট খুইয়ে ২১২ রান করে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com