Begin typing your search above and press return to search.

হাফলঙে রবীন্দ্ৰনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত

হাফলঙে রবীন্দ্ৰনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 May 2019 1:31 PM GMT

হাফলং: একাদশ ভাষা শহিদ দিবস এবং কবিগুরু রবীন্দ্ৰনাথ ঠাকুরের জন্মবার্ষিকী রবিবার দিনব্যাপী কর্মসূচিতে পালিত হয় হাফলঙে। ডিমা হাসাও ভাষা সংস্কৃতি পরিষদ হাফলঙের কালচারাল ইন্সটিটিউট হলে অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে শিলচরে ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ১১ ভাষা শহিদকে স্মরণ করা হয়। অবসরপ্ৰাপ্ত অধ্যাপক ড. তন্ময় ভট্টাচার্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১ ভাষা শহিদের প্ৰতি শ্ৰদ্ধা জানান। অধ্যাপক ভট্টাচার্য স্থানীয় ডিমাসা ভাষার বিকাশে এধরনের অনুষ্ঠান আয়োজন করতে ডিমা হাসাও সাহিত্য সংস্কৃতি পরিষদের প্ৰতি আহ্বান জানান।

সন্ধ্যায় রবীন্দ্ৰজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসি হিলস স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য নন্দিতা গারলোসা। এছাড়াও অবসরপ্ৰাপ্ত অধ্যাপক ড. তন্ময় ভট্টাচার্য,জেএনএইচ-এর প্ৰাক্তন সভাপতি বাহিম চন্দ্ৰ লাংথাসা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্ৰদীপ জ্বেলে সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন নন্দিতা গারলোসা। সুর সংগীত মিউজিক স্কুলের ছাত্ৰরা উদ্বোধনী সংগীত পরিবেশন করে। এরপর টিনি টটস-এর ছাত্ৰীরা পরিবেশন করে নৃত্য। বিশিষ্ট লেখক অশোক চক্ৰবর্তীর পরিচালিত একটি নাটক অনুষ্ঠানে ভিন্ন মাত্ৰা এনে দেয়। লামডিং ও তিনসুকিয়ার খুদে শিল্পীরা এতে অংশ নেয়। এরআগে কবিগুরুর প্ৰতিকৃতিতে মালা পরিয়ে শ্ৰদ্ধা জানানো হয়।

Next Story
সংবাদ শিরোনাম