Begin typing your search above and press return to search.
বাংলায় আইনশৃঙ্খলায় ব্যাঘাত ঘটাচ্ছে বিজেপি,বলল তৃণমূল

কলকাতাঃ পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলায় তৃণমূল কংগ্ৰেস ও বিজেপি সমর্থকদের মধ্যে হিংসাশ্ৰয়ী ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার একদিন পর তৃণমূ্লের সেক্ৰেটারি জেনারেল পার্থ চ্যাটার্জি রবিবার গেরুয়া দলের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন,গুন্ডামি ও হত্যাকাণ্ডের মতো ঘটনায় ইন্ধন জুগিয়ে বিজেপি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। রাজ্যে কারা রক্ত ঝরাচ্ছে,কারা হিংসা ও গুন্ডামিতে আশকারা দিচ্ছে মানুষ তা দেখেছেন।
‘বাংলায় নিজেদের পায়ের নিচের জমি শক্ত করার জন্য তৃণমূল কর্মীদের খুন করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অধঃপাতে ঠেলে দিচ্ছে। তৃণমূল সমর্থকদের ঘরবাড়ি পর্যন্ত ভেঙে দিচ্ছে গেরুয়া দলের সমর্থকরা’-বলেন রাজ্যের শিক্ষামন্ত্ৰী পার্থ চ্যাটার্জি।
Next Story